নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামী খাজাঞ্চী ইউনিয়ন শাখার উদ্যোগে শীতার্ত মানুষের মধ্যে খাজাঞ্চী ষ্টেশন বাজার ও রাজাগঞ্জ বাজারে শীতবস্ত্র বিতরণ।
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য সিলেট জেলা নায়েবে আমীর বিশ্বনাথ ওসমানী নগরের মাটি ও মানুষের প্রিয় নেতা সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা অধ্যাপক আব্দুল হান্নান বাংলাদেশ জামায়াতে ইসলামী খাজাঞ্চী ইউনিয়ন শাখা কতৃক আয়োজিত সুবিধা বঞ্চিত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন বাংলাদেশর প্রচন্ডশীতে কুপকাত এই দুর্যোগ মুহূর্তে শীতার্ত মানুষের সাহায্যে সরকার ও বিত্তবানদের এগিয়ে আসার জন্য উদাত্ত্ব আহবান জানান।
বিশ্বনাথ উপজেলা জামায়াতের মজলিসে শুরা ও কর্মপরিষদ সদস্য খাজাঞ্চী ইউনিয়ন জামায়াতের আমীর গিয়াস উদ্দিন সাদীর সভাপতিত্বে আয়োজিত শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা মজলিসে শুরার অন্যতম সদস্য বিশ্বনাথ উপজেলা আমীর, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান, জননেতা মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী।
সিলেট জেলা মজলিসে শুরার অন্যতম সদস্য বিশ্বনাথ উপজেলা সেক্রেটারী মোহাম্মদ মতিউর রহমান এসিস্ট্যান্ট সেক্রেটারী মাষ্টার বাবুল মিয়া বায়তুলমাল সেক্রেটারী মোহাম্মদ আশিকুর রহমান ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী আব্দুল ওয়াদুদের পরিচালনায় অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াত নেতা কামাল হোসাইন, আবুল কালাম, মাষ্টার ওয়াইছ মিয়া, আব্দুল হেকিম, আব্দুল হেকিম, আব্দুল ওয়াহিদ , মাহফুজুল ইসলাম নাহিদ ,আল আমিন, খালেদ আহমেদ, তাজ উদ্দিন, জাহেদুর রহমান।
২৭ ডিসেম্বর ২০২৪ ইউনিয়নের খাজাঞ্চী রেলষ্টেশন বাজার ও রাজাগন্জ বাজারে সুবিধা বঞ্চিত ১৫০জন মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক মোস্তাক আহমদ মোস্তাফা,
মোবাইল 01716935647,
জিন্দাবাজার সিলেট থেকে প্রকাশিত ও প্রচারিত।
All rights reserved © 2024