নিজস্ব প্রতিবেদকঃ
বিশ্বনাথ পুরান বাজারস্থ বায়তুল আমান জামে মসজিদের নতুন পরিচালনা কমিটির ১ম কার্যকরী বৈঠক অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়েছে।
৭ ই জানুয়ারী রোজ মঙ্গলবার সন্ধা ৭ ঘটিকায় পরিচালনা কমিটির সভাপতি মিসবাহ উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল ওয়াছে আলতাফীর পরিচালনা মিসবাহ উদ্দিনের অফিসে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে আগামী শব ই বরাত ও রমজান সহ মুসল্লীদের সার্বিক সুযোগ সুবিধা নিশ্চিত, উপদেষ্টা কমিটি গঠন (অনুমোদন) প্রতি মাসে প্রথম শুক্রবার বিগত মাসের আয় ব্যায়ের হিসাব প্রদান সহ বিবিধ আলোচনা এবং কার্যকর ব্যাবস্থা গ্রহনের সিদ্ধান্ত হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন মিসবাহ উদ্দিন সভাপতি, আব্দুর রউফ সহসভাপতি, নুরুল ওয়াছে আলতাফী সাধারণ সম্পাদক, হাজি মাসুক মিয়া কোষাধ্যক্ষ, সদস্য সিরাজ মিয়া, আব্দুল মুকিত, তারেক আহমদ খজির, বাবুল মিয়া, আজিজুর রহমান খান (রাজু) কাওছার আহমদ বাপ্পি, জুবায়ের আহমদ, শানুর আলী, সাইদুল ইসলাম।
নবগঠিত উপদেষ্টা সদস্য: হাজী উলফত আলী, ছয়ফুল হক সাবেক চেয়ারম্যান, জালাল উদ্দীন সাবেক চেয়ারম্যান, মীর্জা রুস্তম বেগ, হাজী ছাতির আলী, ফিরুজ খান, আরশ আলী।
আরো উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী আনোয়ার খান, ফারুক মিয়া ও দিলোয়ার হোসেন।
সম্পাদক ও প্রকাশক মোস্তাক আহমদ মোস্তাফা,
মোবাইল 01716935647,
জিন্দাবাজার সিলেট থেকে প্রকাশিত ও প্রচারিত।
All rights reserved © 2024