নিজস্ব প্রতিবেদকঃ
সিলেটের বিশ্বনাথে মেরিট কেয়ার মেধাবৃত্তি ও মেরিট কেয়ার স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে পৌর শহরের মেরিট কেয়ার স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে মেধাবৃত্তি পরিক্ষায় অংশগ্রহণ করে বৃত্তিপ্রাপ্ত ১২০ শিক্ষার্থীর হাতে নগদ টাকা, সনদ ও উপহার তুলে দেন অতিথিরা। পাশাপাশি প্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী প্রায় শতাধিক শিক্ষার্থীর হাতে পুরুষ্কার তুলে দেয়া হয়। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এসময় সহস্রাধিক শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকের পদচারণায় মুখরিত হয়ে উঠে মেরিট কেয়ার স্কুল ক্যাম্পাস। অনুষ্ঠানের আর্থিক পৃষ্ঠপোষকতায় ছিলেন জানাইয়া গ্রামের যুক্তরাজ্য প্রবাসী দানবীর হাজী রইছ আলী।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো. আব্দুল হামিদ। প্রধান আলোচকের বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবীদ মো. তাজুল ইসলাম। বিশেষ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মো. মনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন একলিমিয়া দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আশরাফ আহমেদ, জমির আহমদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত চন্দ্র দেব, সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য নবীন সোহেল, উপজেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মাহবুবুর রহমান জুয়েল, আলোকিত সুর সাংস্কৃতিক ফোরামের প্রতিষ্ঠাতা পরিচালক এম. কাওছার আহমদ, ভল্লবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সান্টু দেব, কুরুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবিনা বেগম, গড়গাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাছনা বেগম।
সম্পাদক ও প্রকাশক মোস্তাক আহমদ মোস্তাফা,
মোবাইল 01716935647,
জিন্দাবাজার সিলেট থেকে প্রকাশিত ও প্রচারিত।
All rights reserved © 2024