নিজস্ব প্রতিবেদকঃ
শহীদ ডা. মঈন উদ্দিন জগিং ক্লাবের ব্যাবস্থাপনায় চা বাগানের শ্রমিকদের বিশুদ্ধ পানিপানের জন্য নলকূপ স্থাপন করা হয়েছে।
১ লা ফেব্রুয়ারি রোজ শনিবার 'চা বাগানের শ্রমিকদের জন্য নিরাপদ পানির ব্যবস্থা' নলকূপ উদ্বোধন করেন প্রধান পৃষ্ঠপোষক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী।
সংগঠনের সদস্যদের সহযোগিতা এবং আর্থিক অনুদানে সহযোগিতায় ছিলেন ক্লাব সুহৃদ কনিকা কালার ল্যাবের স্বত্বাধিকারী মো. আলমগীর, সমাজসেবক প্রবাসী আব্দুল হান্নান, কেমব্রিজ গ্রামার স্কুলের পরিচালক আবুল কালাম, ব্যবসায়ী হুমায়ুন মজুমদার।
এছাড়া ও স্বরস্বতী পূজা উপলক্ষে চা-বাগানের লোকজনের মধ্যে আর্থিক উপহার প্রদান করা হয়।
শেষে হুমায়ুন মজুমদারের উদ্যোগে পীর মহল্লা আব্দুল আহাদ এতিমখানায় খাবার বিতরণ।
সম্পাদক ও প্রকাশক মোস্তাক আহমদ মোস্তাফা,
মোবাইল 01716935647,
জিন্দাবাজার সিলেট থেকে প্রকাশিত ও প্রচারিত।
All rights reserved © 2024