নিজস্ব প্রতিবেদকঃ
যুক্তরাজ্যে প্রতিষ্ঠিত আর্ত মানবতা সেবায় নিয়োজিত সালেহ আহমেদ সাকিব কল্যাণ ট্রাস্ট ইউকে’র প্রতিষ্ঠা ও চেয়ারম্যান সমাজসেবক সেলিম আহমেদ ও ট্রাস্টের ভাইস চেয়ারম্যান কলছুমা আহমেদ এর অর্থায়নে আনুষ্ঠানিক ভাবে উক্ত খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী) বিকেলে সেলিম আহমেদ এর গ্রামের বাড়ি ইউনিয়নের পাহাড় পুর গ্রামে ট্রাস্টের বাংলাদেশ কমিটির সদস্য লায়েক হাসান অভির সঞ্চালনায় উপদেষ্টা কমিটির সভাপতি সেলিম আহমেদ এর পিতা হাজী তেরা মিয়ার সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজ এর অধ্যক্ষ মোঃ নেছার আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বিশিষ্ট ইসলামি স্কলার মাওলানা আব্দুল হাই জিহাদি, বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহিন উদ্দিন, সাধারণ সম্পাদক মো. সায়েস্তা মিয়া,। স্বাগত বক্তব্য রাখেন ট্রাস্টি সদস্য সালমান আহমদ।
এসময় উপস্থিত ছিলেন, ট্রাস্টি সদস্য, সিরাজ মিয়া, সমাজ সেবক এস এম রফিক আহমদ, ট্রাস্টি শামীম আহমদ, শাহ সিদ্দিকুর রহমান চিশতি, আল মামুন, কবি লাহিন নাহিয়ান, আবুল বশর, আকিক আহমদ সহ অন্যান্য ব্যক্তিবর্গ।
খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে, চাল, ডাল, তৈল, পেঁয়াজ, ছোলা, লবন সহ অন্যান্য উপকরণ।
সম্পাদক ও প্রকাশক মোস্তাক আহমদ মোস্তাফা,
মোবাইল 01716935647,
জিন্দাবাজার সিলেট থেকে প্রকাশিত ও প্রচারিত।
All rights reserved © 2024