নিজস্ব প্রতিবেদকঃ
৭ মার্চ শুক্রবার বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের ৪নং ওয়ার্ড উদয়পুর গ্রামের মস্তাব আলীর ছেলে আব্দুল করিমের দু'টি ঘর বিদ্যুৎতের শর্ট সার্কিট থেকে অগ্নি কান্ডে সম্পুর্ন পুড়ে ছাই হয়ে যায়।
খবর পেয়ে বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী সহ নেতৃবৃন্দ ঘটনাস্থলে পৌঁছে খোজ খবর নেন ও উভয় পরিবারে তাৎক্ষণিক কিছু খাদ্য সামগ্রী সহয়তা প্রদান ও সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা মজলিসে শুরার অন্যতম সদস্য বিশ্বনাথ উপজেলা আমীর মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী উপজেলা বায়তুলমাল সেক্রেটারী মোহাম্মদ আশিকুর রহমান, উপজেলা মজলিসে শুরার অন্যতম সদস্য লামাকাজী ইউনিয়ন আমীর মোহাম্মদ আব্দুল আলী সেক্রেটারী জুয়েল আহমেদ, জামায়াত নেতা আবু তুরাব, মতিউর রহমান, আনোয়ার হোসেন, ছাত্র নেতা মতিউর রহমান ইমন, প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক মোস্তাক আহমদ মোস্তাফা,
মোবাইল 01716935647,
জিন্দাবাজার সিলেট থেকে প্রকাশিত ও প্রচারিত।
All rights reserved © 2024