নিজস্ব প্রতিবেদকঃ
বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউ,কের উদ্যোগে ১৫ ই রমজান রবিবার অনুষ্ঠিত হচ্ছে ২য় আন্তঃ বিশ্বনাথ উপজেলা ক্বেরাত প্রতিযোগিতা ২৫'
দ্বিতীয় বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউ,কের আয়োজনে আন্তঃ বিশ্বনাথ উপজেলা ক্বেরাত প্রতিযোগিতা ২০২৫'।
আগামী রোববার সকাল ৯ ঘটিকায় উপজেলা অডিটোরিয়ামে শুরু দিনব্যাপী এ প্রতিযোগিতা, এতে বিশ্বনাথ উপজেলার বিভিন্ন মাদ্রাসা থেকে আগত প্রতিযোগি অংশগ্রহণ করবেন।
এ উপলক্ষে জানতে চাইলে বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশনের বাংলাদেশ সমন্বয়ক দেলোয়ার হোসেন বলেন আমাদের সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন, সকলের সহযোগিতায় আমরা সুন্দর একটা অনুষ্ঠান বিশ্বনাথবাসীকে উপহার দিতে প্রস্তুত।
প্রতিবেদকের কাছে পাঠানো এক বার্তায় বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউ,কের সভাপতি শফিউর রহমান খান জামিল, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম রুহেল, ট্রেজারার আবু মনসুর সংঘঠনের পক্ষ থেকে আগত সকল (শিক্ষার্থী) প্রতিযোগিদের অগ্রীম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
তারা আরো বলেন বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউ,কে বিশ্বনাথর সামাজিক উন্নয়নে ক্রীড়া সাংস্কৃতি ধর্মীয় কালচারাল অনুষ্ঠান করে আসছে, এই ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে বিশ্বনাথের সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেছেন, পবিত্র রমজানে কোরআনের এ খেদমত যেনো আল্লাহ তায়ালা কবুল করেন ও ধর্মীয় শিষ্টাচার রীতিনীতি সম্বলিত চরিত্র গঠনে আমাদের বর্তমান প্রজন্ম গড়ে উঠে এই প্রত্যাশা করি।
সম্পাদক ও প্রকাশক মোস্তাক আহমদ মোস্তাফা,
মোবাইল 01716935647,
জিন্দাবাজার সিলেট থেকে প্রকাশিত ও প্রচারিত।
All rights reserved © 2024