কামাল খান........
টঙ্গী বাজার বাস স্ট্যান্ড নদীর পাড়ে গরুর হাট বাজার থেকে শুরু করে পুরো এলাকা জুড়ে সন্ত্রাসী চাঁদাবাজি সোহাগ বাবু এর অত্যাচারে টঙ্গী বাজার এলাকাবাসী আতঙ্কে দিন কাটাচ্ছে, এ কে পুলিশের হাতে তুলে দিতে জনগণের দাবি।
আগে আওয়ামী লীগ নেতার ছত্রছায়ায় এগুলো করত।
এখন সে বিএনপির নেতাদের পরিচয় দিয়ে এগুলো করে আসছেতে, বিভিন্ন সময় দেখা যায় খোঁজ নিয়ে জানা যায় সে একাধিক ভাবে পাঁচটি বিয়ে করেছে এবং সেগুলোকে ডিভোর্সও দিয়ে দিয়েছে আগামীতে আরো একটি বিয়ে করবে আরো জানা যায় পুলিশের কথা বলে বিভিন্ন জায়গা থেকে ফুটপাত ও বাস স্ট্যান্ড থেকে টঙ্গী থানার পুলিশের কথা বলে চাঁদা উঠায়। থানায় গিয়ে যোগাযোগ করা হলে তারা কিছুই বলতে পারে না এবং জানেনা এই সন্ত্রাসী চাঁদাবাজ সোহাগ বাবু টা কে।সন্ত্রাসী সোহাগ বাবুর বিরুদ্ধে কেউ কথা বললে অকথ্য,ভাষায় গালিগালাজ হুমকি ধামকি দিয়েই থাকে। তার বয়ে কেউ কথা বলতে পারে না, কয়েকদিন আগে এক লোকে তার জ্বালা সহ্য করতে না পেরে ফেসবুকে পোস্ট দে তার ছবি দিয়ে এবং আইনের প্রতি শ্রদ্ধা জানায় যত তাড়াতাড়ি সম্ভব এই সন্ত্রাসী সোহাগ বাবুকে গ্রেফতারের দাবি করে এবং এলাকায় খোঁজ নিয়ে জানা যায় সব শ্রেণীর মানুষ চায় এই সন্ত্রাসী চাঁদাবাজ সোহাগ বাবু কে খুব তাড়াতাড়ি পুলিশ যেন তাকে গ্রেফতার করে,তার বিরুদ্ধে এত অভিযোগ দেখা সত্বেও সে আইনের বাইরে কিভাবে ঘুরেফিরে সন্ত্রাসী করে বেড়ায়।
সম্পাদক ও প্রকাশক মোস্তাক আহমদ মোস্তাফা,
মোবাইল 01716935647,
জিন্দাবাজার সিলেট থেকে প্রকাশিত ও প্রচারিত।
All rights reserved © 2024