নিজস্ব প্রতিবেদকঃ
ঈদুল ফিতর কে সামনে রেখে বিশ্বনাথের খাজাঞ্চীতে দুই পর্বে ৫ লক্ষ টাকা নগদ অর্থ সহায়তা প্রদান করলো যুক্তরাজ্য ভিত্তিক প্রবাসী সামাজিক সংঘঠন খাজাঞ্চী ইউনিয়ন ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউ, কে।
২৭ শে মার্চ ২৬ রমজান রোজ বৃহস্পতিবার দুপরে খাজাঞ্চী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড অন্তর্ভুক্ত কান্দিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সমাজ সেবক মুনসুর আহমদের সভাপতিত্বে ও সাংবাদিক মোস্তাক আহমদ মোস্তফা ও সমুজ আহমদ সায়মনের পরিচালনায় শুরুতে কোরআন তেলাওয়াত করেন মহিব উদ্দিন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী খাজাঞ্চী ইউনিয়ন ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউ,কের ট্রাষ্টি বখতিয়ার খাঁন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি মিজানুর রহমান মিজান, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের বর্তমান সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান, সাংবাদিক নুর উদ্দিন, ৪ নং ওয়ার্ড প্রতিনিধি যুবনেতা জিল্লুর রহমান, ২ নং ওয়ার্ড প্রতিনিধি হাবিবুর রহমান, ১ নং ওয়ার্ড প্রতিনিধি ডাঃ মিলাদ আহমদ, ৩ নং ওয়ার্ড প্রতিনিধি শহিদ আলী বাবুল, ও আপ্তাব আলী।
উপস্থিত ছিলেন রেজা হাসান, জামাল উদ্দিন, আব্দুর রহমান, দেলোয়ার হোসেন, মনির মিয়া, হেলাল আহমদ, সাহাব উদ্দিন প্রমুখ।
উল্লেখ্য আজ ২৭ শে মার্চ খাজাঞ্চী ইউনিয়নের ১-২-৩-৪, চারটি ওয়ার্ডের ১৬০ জন ও গতকাল ২৬ শে মার্চ ৫-৬-৭-৮-৯, পাঁচটি ওয়ার্ডের ৩৩৫ জন সুবিধাভোগী মানুষের মধ্যে ৫ লক্ষ টাকা নগদ অর্থ সহায়তা, ঈদ কে সামনে রেখে বিতরণ করা হয়েছে।
এবং গতকাল ঈদুল ফিতরকে সামনে রেখে সিলেটের বিশ্বনাথে খাজাঞ্চী ইউনিয়নে মানবতার কল্যাণে কাজ করার অঙ্গিকার নিয়ে প্রতিষ্ঠিত প্রবাসীদের সংগঠন খাজাঞ্চী ইউনিয়ন ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউ,কের উদ্যোগে ১ম ধাপে ইউনিয়নের ৩৩৫টি দরিদ্র ও অসহায় মানুষের মাঝে নগদ ৩ লক্ষ ৩৫ হাজার টাকা বিতরণ করা হয়।
অর্থ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী ও ট্রাস্টি বখতিয়ার খাঁন।
সংগঠক মুনসুর আলমের সভাপতিত্বে ও সাংবাদিক মোস্তাক আহমদ মুস্তাফার পরিচালনায়
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি মিজানুর রহমান মিজান।
আরো বক্তব্য রাখেন খাজাঞ্চী ইউপি সদস্য রইসুল ইসলাম ,বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান ,সংগঠক জুবের আহমদ নাজমুল।
উক্ত অর্থ বিতরণী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য নুর উদ্দিন, সমুজ আহমদ সায়মন, স্থানীয় ব্যবসায়ী আপ্তাব আলী,মনসুর আহমদ, মোহাম্মদ নুরুজ্জামান, ওয়ার্ড প্রতিনিধি মোহাম্মদ জিয়াউর রহমান, ইরন মিয়া, জাকারিয়া আহমদ, মোহাম্মদ ফাহিম আহমদ, মারুফসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত করেন মারুফ আহমদ ও শুভেচ্ছা বক্তব্য রাখেন তাজ উদ্দিন আহমদ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, অসহায়, দুঃস্থ মানুষের পাশে সমাজের অনেকেই দাঁড়ায়। তবে, খাজাঞ্চি ইউনিয়ন ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে মানবতার কল্যাণে কাজ করার পাশাপাশি বেশ কিছু ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে। বিশেষ করে ভয়াবহ করোনার সংকট কালীন সময়ে ও ভয়াবহ বন্যার সময় কখনো নীরবে আবার কখনো প্রকাশ্যে অসহায়, দুঃস্থ, প্রতিবন্ধী, কর্মহীন, ঘরবন্দি মানুষদের সহযোগিতা করেছে স্বেচ্ছাসেবী এ সংগঠনটি। এছাড়া অসুস্থদের চিকিৎসা সেবা, অনাথ বাচ্চাদের ভরণপোষণসহ আশ্রয় প্রদান, প্রত্যন্ত অঞ্চলে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা, প্রতিটি প্রাকৃতিক দুর্যোগে ও মহামারিতেও দৃষ্টান্তমূলক ভূমিকা রেখে চলেছে খাজাঞ্চি ইউনিয়ন ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে নামের এ সংগঠন। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে গড়ে তোলা প্রতিষ্ঠানটি ইতিমধ্যে খাজাঞ্চি ইউনিয়নের অধিকাংশ মানুষের মনের মণিকোঠায় স্থান করে নিয়েছে। খাজাঞ্চি ইউনিয়নের প্রত্যেক প্রবাসীকে এ সংগঠনের সাথে যুক্ত হয়ে এলাকার উন্নয়নে কাজ করার আহবান জানান অতিথিরা।
সম্পাদক ও প্রকাশক মোস্তাক আহমদ মোস্তাফা,
মোবাইল 01716935647,
জিন্দাবাজার সিলেট থেকে প্রকাশিত ও প্রচারিত।
All rights reserved © 2024