নিজস্ব প্রতিবেদকঃ
মানবতার কল্যাণে আমরা আপনাদের পাশে শ্লোগানে' নিজ জেলার সীমানা পেরিয়ে নাটোরের বড়াই গ্রামে আর রাহমান এডুকেশন ট্রাষ্ট ইউ,কের ঈদ বস্ত্র বিতরণ।
পবিত্র ঈদুল ফিতর কে সামনে রেখে নিম্ন আয়ের মানুষের মধ্যে নাটোরের বড়াইগ্রাম উপজেলার গোপালপুর ইউনিয়নে আর রাহমান এডুকেশন ট্রাষ্ট ইউ,কের পক্ষ থেকে ও আলতা জিদ ফাউন্ডেশনের ব্যাবস্থাপনায় দেশের উত্তরের জেলা নাটোরে অসহায় হত দরিদ্র ও নিম্ন আয়ের মানুষদের মাঝে ঈদ উপহার বস্ত্র (পোষাক) বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন মানবিক সেবা ফাউন্ডেশন এর চেয়ারম্যান শাহদাত উল্লাহ নূর সুমন, ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গগণ।
সম্পাদক ও প্রকাশক মোস্তাক আহমদ মোস্তাফা,
মোবাইল 01716935647,
জিন্দাবাজার সিলেট থেকে প্রকাশিত ও প্রচারিত।
dailysylheterajkal@gmail.com
All rights reserved © 2024