স্টাফ রিপোর্টার--------
ভোলার যুবক রায়হান (৩৫) পেশাগত কারণে ঢাকার মোহাম্মদপুরে দীর্ঘদিন বসবাস করেন। পরিচয় হয় মাদারীপুরের গৃহবধূ চার সন্তানের জননী নাসিমা আক্তার এর সাথে।বিবাহিত স্বামীর পরিচয় গোপন করে রায়হানের সাথে প্রেমের সম্পর্ক করেন নাসিমা। রায়হান বলেন আমার সাথে নাসিমার প্রেমের সম্পর্ক আট বছর নাসিমার প্রেমে পড়ে আমি প্রায় নয় লক্ষ টাকা আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি।
নাসিমার মূল ব্যবসা হচ্ছে প্রেমের নামে মানুষের সাথে প্রতারণা করা,আমি জানতে পেরেছি আমার সাথে সম্পর্ক করার আগে এক পুলিশ কনস্টেবল এর সাথে প্রেমের সম্পর্ক করেন নাসিমা এক পর্যায়ে নাসিমার ফান্দে পড়ে আইনি জটিলতায় ওই পুলিশ সদস্য ও চাকরি হারায়। নাসিমার এই প্রতারণার কাজে সহযোগিতা করে তার দেবর চুন্নু আখন ও তার স্বামী হাবিবুর রহমান,আমি নাসিমার প্রতারণার বিচার চাই তাকে যেন অতিসত্বর আইনের মুখোমুখি করা হয়। তার প্রতারণার ছলে পরে আমার মতো আর কেউ যেন কেউ নিঃস্ব না হয়।
সম্পাদক ও প্রকাশক মোস্তাক আহমদ মোস্তাফা,
মোবাইল 01716935647,
জিন্দাবাজার সিলেট থেকে প্রকাশিত ও প্রচারিত।
All rights reserved © 2024