নিজস্ব প্রতিবেদকঃ
পরিবর্তনের অঙ্গীকার নিয়ে প্রতিষ্ঠিত বিশ্বনাথের সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান খাজাঞ্চী একাডেমিতে প্রবাসী সংবর্ধনা ও মতবিনিময় সভা আয়োজন করতে যাচ্ছে।
৯ ই এপ্রিল রোজ বুধবার সকাল সকাল ১০ ঘটিকায় একাডেমির হলরুমে প্রবাসীদের সম্মানে সংবর্ধনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি জ্ঞাপন করেছেন মোঃ আশরাফুজ্জামান পিপিএম অতিরিক্ত পুলিশ সুপার ওসমানী নগর সার্কেল সিলেট।
সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আব্দুর রহিম রঞ্জু সভাপতি বিশ্বনাথ এইড ইউ,কে, জাকির হোসেন কয়েস সাধারণ সম্পাদক বিশ্বনাথ এইড ইউ কে, বখতিয়ার খান ট্রেজারার বিশ্বনাথ এইড ইউ,কে, রফিকুল ইসলাম যুবায়ের সভাপতি বিশ্বনাথ প্রেসক্লাব, তজম্মুল আলী রাজু সাবেক সভাপতি বিশ্বনাথ প্রেসক্লাব, ফখরুল ইসলাম ট্রাষ্টি বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাষ্ট ইউ কে।
সভাপতিত্ব করবেন মোছাঃ জেবিন বেগম সভাপতি খাজাঞ্চী একাডেমি কার্যকরী কমিঠি।
আয়োজনেঃ-খাজাঞ্চী একাডেমি।
সম্পাদক ও প্রকাশক মোস্তাক আহমদ মোস্তাফা,
মোবাইল 01716935647,
জিন্দাবাজার সিলেট থেকে প্রকাশিত ও প্রচারিত।
All rights reserved © 2024