নিজস্ব প্রতিবেদকঃ
ওসমানী নগর উপজেলার গোয়ালাবাজার আদর্শ গণপাঠাগারের দুই বছর মেয়াদি কমিটি গঠন।
গত ১২ ই এপ্রিল রোজ শনিবার গোয়ালাবাজার আদর্শ গণপাঠাগারের এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়, উক্ত সভায় সবার উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে ২৫ ও ২৬ সেশনের জন্য নতুন কমিটি গঠন করা হয়।
নতুন দায়িত্ব প্রাপ্ত সভাপতি, দ্বিতীয় বারের মতো নির্বাচিত হয়েছেন অবসরপ্রাপ্ত শিক্ষক নির্মল চন্দ্র ধর রুনু।
কমিটির নিম্নোক্ত দায়িত্বশীলরা হলেন সহসভাপতি: অধ্যাপক কামাল মিয়া, সাধারণ সম্পাদক: মাষ্টার আব্দুল মুকিত
সহসাধারণ সম্পাদক: আলী আমজদ চৌধুরী সিজু, সাংগঠনিক সম্পাদক: সাহিত্যিক আরজু মিয়া, অর্থ সম্পাদক: কবি বশির মিয়া, প্রচার সম্পাদক: সাংবাদিক আব্দুল মতিন, দপ্তর সম্পাদক: ফুরাই দেবনাথ, সাহিত্য সম্পাদক: বেলায়েত করিম সুজন।
কার্যনির্বাহী সদস্যবৃন্দ হলেন —১, সাংবাদিক জুবেল আহমদ সেকেল, ২, মুসফিকুর রাজা চৌধুরী, ৩, এস এম মোরাদ, ৪, ডা: মুকন্দলাল নাথ, ৫, মাষ্টার হাবিব আহমদ চৌধুরী, ৬, জাকির আহমদ, ৭, মনিরুল ইসলাম সাকিব।
উপদেষ্টা পরিষদ :
১, কবি ও সাহিত্যিক সিকদার মুহাম্মদ কিব্রিয়া, ২, ব্যাংকার মো: হারুন মিয়া, ৩, সাংবাদিক আলাউর রাহমান, ৪, প্রধান শিক্ষক সামছুল হক, ও ৫, সাহিত্যিক রেজুয়ানুর রহমান চৌধুরী শাহীন।
সম্পাদক ও প্রকাশক মোস্তাক আহমদ মোস্তাফা,
মোবাইল 01716935647,
জিন্দাবাজার সিলেট থেকে প্রকাশিত ও প্রচারিত।
All rights reserved © 2024