নিজস্ব প্রতিবেদকঃ
পরিবেশ ও প্রকৃতি আমাদের জীবনে গুরুত্বপূর্ণ
--- উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন
প্রকৃতির সৌন্দর্য ঘেরা সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার কামাল বাজার ইউনিয়নের রাগীব নগরে অবস্থিত সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটি ক্যাম্পাসে
প্রতিবছরই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে সবুজে সাজিয়ে তুলতে প্রতিবছরের মত এবারের বর্ষা মৌসুমে লিডিং ইউনিভার্সিটিতে বিভিন্ন প্রজাতির বনজ এবং ফলদ বৃক্ষ রোপণ করার উদ্যোগ নেয়া হয়েছে।
প্রাকৃতিক পরিবেশের প্রতি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এবং পুরানো গাছগুলোর পরিচর্যা করার উদ্যোগে বুধবার (৩০ এপ্রিল ২০২৫) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৃক্ষরোপণ করেন লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলী এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন।
এসময় দানবীর ড. সৈয়দ রাগীব আলী বলেন, আমাদের সুস্থ ও স্বাভাবিক জীবনের নিশ্চয়তা প্রদানে প্রকৃতিকে সুস্থ করে তুলতে হবে। প্রায়ই সারাবছর লিডিং ইউনিভার্সিটি ক্যাম্পাসে এবং এর আশেপাশে বিভিন্ন ধরনের গাছ রোপণ করা হয় বলেই আজ এ বিশ্ববিদ্যালয়ে সৃষ্টি হয়েছে প্রকৃতির দৃষ্টিনন্দন শিক্ষাবান্ধব পরিবেশ। তিনি আরো বলেন, গাজ রোপণ করা যেমন প্রয়োজন, তারচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো গাছের পরিচর্চা করা। তাই গাছের নিয়মিত পরিচর্চার বিষয়ে আরও সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি।
পরিবেশ ও প্রকৃতি আমাদের জীবনে গুরুত্বপূর্ণ উল্লেখ করে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন বলেন, প্রকৃতির ভারসাম্যকে বজায় রাখতে আমাদের সচেতন হতে হবে। তিনি আরো বলেন, দক্ষ মানব সম্পদ গড়ার লক্ষ্যে উপমহাদেশের প্রখ্যাত দানবীর লিডিং ইউনিভার্সিটিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা শুধু এ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে নয় বরং সিলেটসহ দেশের অনেক যায়গায় বিভিন্ন সময়ে তিনি অসংখ্য গাছ লাগিয়েছেন এবং বৃক্ষরোপণে পৃষ্ঠপোষকতা করেছেন যাতে প্রকৃতির ভারসাম্যে মানব জীবন সুস্থ থাকতে পারে।
এসময় লিডিং ইউনিভার্সিটির
আধুনিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ কামরুজ জামান ভূঁইয়া, কলা ও আধুনিক ভাষা অনুসদের ডিন ড. মো. রেজাউল করিম, রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম, পরিচালক অর্থ ও হিসাব মোহাম্মদ কবির আহমেদসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক মোস্তাক আহমদ মোস্তাফা,
মোবাইল 01716935647,
জিন্দাবাজার সিলেট থেকে প্রকাশিত ও প্রচারিত।
All rights reserved © 2024