April 19, 2025, 4:46 pm
Headline :
খেলাধুলা সামাজিক বন্ধন অটুট রাখে, রামপাশায় ফুটবল টুর্নামেন্ট,র ফাইন্যাল অনুষ্টানে প্রধান অতিথি——-খছরুজ্জামান খছরু সমাজকর্মি হাবিবুর রশিদ জনির প্রতিবাদ বিবৃতি হাছন রাজা লোক সাহিত্য ও সংস্কৃতি পরিষদ এর ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি গঠন বিশ্বনাথে সাংবাদিকদের বিরুদ্ধে অপ-প্রচারকারী ৪ জনকে নিঃশর্ত ক্ষমা চাইতে তিন দিনের আল্টিমেটাম প্রদান উচ্চশিক্ষায় বিদেশে যারা পাড়ি দিতে চান, তাদের জন্য শতভাগ বিশ্বস্ত প্রতিষ্ঠান পাইওনিয়ার্স রিক্রোটিং এজেন্ট বিশ্বনাথ,র খাজাঞ্চীতে মিতালি যুব সংঘ তবল পুর ফাইন্যাল অনুষ্ঠিত, যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই—–খছরুজ্জামান খছরু অপ-সাংবাদিকতা রোধে যৌথভাবে মোকাবিলা করার প্রত্যয়, বিশ্বনাথে কর্মরত তিনটি প্রেসক্লাব সাংবাদিকদের যৌথ সভায় সিদ্ধান্ত ওসমানী নগরে গোয়ালাবাজার আদর্শ গণপাঠাগার,র কমিটি গঠন, সভাপতি নির্মল চন্দ্র, সাধারণ সম্পাদক আব্দুল মুকিত, সাংগঠনিক আরজু মিয়া বিশ্বনাথ,র দশঘর ইউনিয়নে মিয়ার বাজার ক্রিড়া সংস্থা কর্তৃক মিয়ার বাজার প্রিমিয়ার লীগ ফুটবল সিজন ৪’ উদ্বোধন নববর্ষ আমাদের নিজস্ব ঐতিহ্য, সংস্কৃতি এবং সম্প্রীতির উৎসব লিডিং ইউনিভার্সিটিতে নববর্ষ উদযাপনে……..দানবীর ড. সৈয়দ রাগীব আলী
Notice :

লিডিং ইউনিভার্সিটিতে মহান বিজয় দিবস উদযাপন-দক্ষ জনশক্তি তৈরি-কর্মসংস্থানের ব‍্যবস্থা করলেই দেশের উন্নয়ন হবে—ড. সৈয়দ রাগীব আলী।

নিজস্ব প্রতিবেদকঃ

দক্ষ জনশক্তি তৈরি এবং কর্মসংস্থানের ব‍্যবস্থা করলেই দেশের উন্নয়ন হবে
——————–দানবীর ড. সৈয়দ রাগীব আলী

রক্তস্নাত মহান বিজয় দিবস ২০২৪ উদযাপন করেছে সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটি। এ উপলক্ষে সোমবার (১৬ ডিসেম্বর ২০২৪) সকালে জাতীয় পতাকা উত্তোলন, বিজয় র‍্যালি এবং বিশ্ববিদ্যালয়ের শহিদমিনারে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক -শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের গ্যালারি-১ এ মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা অনুষ্ঠানে সকলকে বিজয়ের শুভেচ্ছা এবং শহিদ মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে ড. সৈয়দ রাগীব আলী বলেন, আজ আমরা জাতীয় পতাকা পেয়েছি, আমরা স্বাধীন, তাই সবাই মিলে দেশের উন্নয়ন করতে হবে। পরবর্তী প্রজন্মের জন‍্য সবাই মিলে দেশকে উন্নত করতে হবে। দক্ষ জনশক্তি তৈরি করতে হবে এবং কর্মসংস্থানের ব‍্যবস্থা করতে হবে। শিল্প কারখানা গড়ে তুলার পাশাপাশি দক্ষ মানবসম্পদ তৈরি করতে হবে, তাহলেই সমাজ ও দেশের সঠিক উন্নয়ন হবে।

বিজয়ের স্বপ্ন সার্থক করতে হলে সঠিক নেতৃত্বের প্রেরণা দিতে হবে। তিনি বলেন, অনেক পরিবারের আত্মহত‍্যাগের বিনিময়ে এই বিজয় অর্জিত হয়েছে। যেসকল পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সাহায্য সহযোগিতায় আমাদেরকেই এগিয়ে আসতে হবে। বাংলাদেশ একটি সম্ভাবনাময় দেশ, প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি এদেশে রয়েছে অনেক প্রাকৃতিক সম্পদ। তাই এদেশের উন্নয়নে আমাদেরকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

মুক্তিযুদ্ধে শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও বিজয়ের শুভেচ্ছা জানিয়ে আলোচনায় সভাপতির বক্তব্যে লিডিং ইউনিভার্সিটির কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন ড. মো. রেজাউল করিম বলেন, আমরা সত্যিই ভাগ্যবান আজ আমরা স্বাধীন। কষ্টে অর্জিত এ স্বাধীনতার চেতনা ও মর্যাদাকে রক্ষা করার দায়িত্বও আমাদের। সেইসাথে স্বাধীনতার ভিত্তিকে মজবুত রাখতে হবে এবং চলমান উন্নয়নের অর্জনকে ধরে রাখতে হবে। সরকারের উন্নয়নের পাশাপাশি বেসরকারি বিভিন্ন সেকটরে উন্নয়ন আনতে হবে।
পরিশেষে তিনি বিজয় অর্জনে শহিদ বীরদের স্মরণ করে তাদের রুহের মাগফিরাত কামনা করেন।

আধুনিক বিজ্ঞান অনুষদের ডিন রুমেল এম.এস. রহমান পীর বলেন, বাংলাদেশে মুক্তিযুদ্ধের সূচনা, স্বাধীনতা এবং বর্তমান উন্নয়নের দীর্ঘ পরিক্রমার চিত্র তুলে ধরে বক্তব্য রাখেন। এতে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম।

অনুষ্ঠানে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, স্বাধীনতা এবং বিজয় অর্জন তুলে ধরে বক্তব্য প্রদান করেন, ট্রাস্টি বোর্ডের সচিব ইঞ্জিনিয়ার মো. লুৎফর রহমান, প্রক্টর মো. মাহবুবুর রহমান, ব‍্যবসায় প্রশাসন বিবাগের বিভাগীয় প্রধান ড. মোহাম্মদ শাহানশাহ মোল্লা, পরিচালক অর্থ ও হিসাব মোহাম্মদ কবির আহমেদ প্রমুখ। বক্তারা বাংলাদেশের স্বাধীনতা পূর্ব এবং পরবর্তী দেশের উন্নয়নে লিডিং ইউনিভার্সিটিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মেডিকেল কলেজ, স্কুল, মাদরাসা এবং অসংখ্য জনকল‍্যাণমূলক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সমাজসেবি, চা উদ‍্যোক্তা উপমহাদেশের প্রখ‍্যাত দানবীর ড. সৈয়দ রাগীব আলীর ভুমিকা নিয়ে বক্তব্য প্রদান করেন। সেইসাথে তারা মানবিক, শোষণমুক্ত এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাইকে একসাথে কাজ করার আহবান জানান।

অনুষ্ঠানে কবি শামসুর রহমানের ‘স্বাধীনতা তুমি’ কবিতা আবৃত্তি করেন মুক্তিযোদ্ধার সন্তান ও লিডিং ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের সহকারি অধ‍্যাপক মিসেস রুম্পা শারমিন।
মহান বিজয় উপলক্ষ্যে লিডিং ইউনিভার্সিটির স্পোর্টস ক্লাবের আয়োজনে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। ফিমেল শিক্ষকদের মধ‍্যকার পিলো পাসিং খেলায় প্রথম’ দ্বিতীয় এবং স্থান দখল করেন ইংরেজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান মিসেস রোম্পা শারমিন, প্রভাষক সৈয়দা নাজিয়া মাহবুবা এবং বতর্মান বিভাগীয় প্রধান মিসেস শাম্মি আক্তার।
শিক্ষক ও কর্মকর্তাদের প্রীতি ক্রিকেট ম্যাচে শিক্ষকদের দল ৫০ রানে জয়ী হয়। ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছে আইন বিভাগের প্রভাষক আনসার উদ্দিন।

কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান কাজী মো. জাহিদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে পরীক্ষা নিয়ন্ত্রক ড. মোহাম্মদ মোস্তাক আহমাদ, লাইব্রেরিয়ান মো. আব্দুল হাই ছামেনী, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories