নিজস্ব প্রতিবেদকঃ
বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউ,কের ফান্ড রাইজার ও বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাষ্টের ট্রাষ্টি যুক্তরাজ্য প্রবাসী সম্ভাব্য মেয়র পদপ্রার্থী বিশিষ্ট সমাজসেবক রুহেল মিয়ার বিশ্বনাথ পৌরসভা সহ উপজেলার সর্বস্তরের জনসাধারণের প্রতি পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জ্ঞাপন।
দীর্ঘ এক মাস মাহে রমজানের সিয়াম সাধনার পর মোসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ, আর এই ঈদকে সামনে রেখে যুক্তরাজ্যে অবস্থানরত
মোহাম্মদ রুহেল মিয়া প্রতিবেদকের কাছে পাঠানো এক বার্তায় বলেন বছর ঘুরে দীর্ঘ এক মাস পবিত্র রমজানের সিয়াম সাধনা শেষে দরজায় কড়া নাড়ছে মোসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর।
আর সেই ঈদ যেনো হয় সম্মিলিত আনন্দের, আমরা যেনো একে অপরের সাথে পবিত্র ঈদের শিক্ষা কোলাকুলিতে আপন করে নিতে পারি ধনি গরিব খেটে-খাওয়া দিনমজুর সমাজের অবহেলিত মানুষদের।
মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত যেনো আমাদের মধ্যে সৃষ্টি হয়, বিশ্বের কাছে যেনো আবারো জানান দিতে পারি ইসলাম ধর্ম পৃথিবীর মধ্যে-ই একমাত্র শান্তির ধর্ম। আসুন আমরা সবাই সবাইকে আপন করে নিয়ে সমাজ থেকে চিরতরে হিংসা বিদ্বেষ হানাহানি রাহাজানি মুছে মহান ধর্ম ইসলামের শান্তির ভ্রাতৃপ্রেমী সমাজ ঘঠন করি। আমাদের বিশ্বনাথ পৌরসভা ও উপজেলা সহ দেশ বিদেশে অবস্থানরত সকল মানুষদের জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক’ ঈদ মোবারক” ঈদ মোবারক”………………… শুভেচ্ছান্তে, মোহাম্মদ রুহেল মিয়া।