May 3, 2025, 10:49 pm
Headline :
সিলেট ডেভেলাপমেন্ট কাউন্সিল,র সভা ও মহানগর কমিটি গঠন সম্পন্ন ওসমানী নগরে গোয়ালাবাজার আদর্শ গণপাঠাগারে সুধী সমাবেশ অনুষ্ঠিত বিশ্বনাথ,র খাজাঞ্চীতে “মরহুম আব্দুল মুছাব্বির জাহেদা খানম এন্ড মিসবাহ উদ্দিন সমুজ মেমোরিয়েল ওয়েলফেয়ার ট্রাস্ট”র নগদ অর্থ বিতরণ বিশ্বনাথে যুক্তরাজ্য প্রবাসী হাফেজ আতাউর রহমান,র প্রচেষ্টায় সিঙ্গেরকাছ পাঠাগারের শুভ উদ্বোধন শাহ খুররুম কলেজের সভাপতি মনোনীত হওয়ায় শহীদ ড. মইন উদ্দিন জগিং ক্লাবের পক্ষ থেকে কয়েস লোদী কে সম্মাননা প্রদান ‘ইলিয়াস’ আলীর নাম নিয়ে তা’মা’শা করলে, এর পরিণতি হবে ভ’য়া’ব’হ বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে বক্তারা সাংবাদিকদের কল্যাণে যত দ্রুত সম্ভব সরকার ও সমাজের সকল বিত্তবানদের এগিয়ে আসা উচিত……দানবীর ড. সৈয়দ রাগীব আলী আমাদের সুস্থ জীবনের নিশ্চয়তায় প্রকৃতিকে সুস্থ করে তুলতে হবে, লিডিং ইউনিভার্সিটিত বৃক্ষরোপন কর্মসূচিতে —-দানবীর ড. সৈয়দ রাগীব আলী বিশ্বনাথে আইন শৃংখলা কমিটির মিটিং শেষে,ই বিশৃঙ্খলা! হা’ম’লা’র শিকার লামকাজীর চেয়ারম্যান বিশ্বনাথে মিয়ার বাজারে এমপিএল ফুটবল ৪র্থ আসরের চ্যাম্পিয়ন ইয়াং বয়েজ লহরী
Notice :

শাহ খুররুম কলেজের সভাপতি মনোনীত হওয়ায় শহীদ ড. মইন উদ্দিন জগিং ক্লাবের পক্ষ থেকে কয়েস লোদী কে সম্মাননা প্রদান

নিজস্ব প্রতিবেদকঃ

শাহ খুররুম কলেজের পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হওয়ায় শহীদ ড. মইন উদ্দিন জগিং ক্লাবের পক্ষ থেকে রেজাউল হাসান কয়েস লোদী কে সম্মাননা প্রদান।

শুক্রবার, ২ রা মে শহীদ ডাঃ মঈন উদ্দিন জগিং ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক রেজাউল হাসান কয়েস লোদী কে শাহ খুররম কলেজের ব্যবস্হাপনা কমিটির সভাপতি ও মইন উদ্দিন কলেজের ব্যবস্হাপনা কমিটির সদস্য মনোনীত হওয়ার গৌরব অর্জন করার জন্য শহীদ ডাঃ মঈন উদ্দিন জগিং ক্লাবের পক্ষ থেকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।

সম্মাননা প্রদানকালে ছিলেন উপস্থিত ছিলেন অলিউর রহমান, আখতারুজ্জামান, ক্যামব্রিজ গ্রামার স্কুল এন্ড কলেজের পরিচালক মোহাম্মদ আবুল কালাম, খোরশেদ আলম, বাবলা মিয়া, নজরুলইসলাম, প্রবাসী মাসুক মিয়া, ওমর আলী, অলিউর, ডাঃ আব্দুল মোমেন, ড. তৃতুর রহমান, মোহাম্মদ আবুল, ফখরুজ্জামান, জাহির আলী, কালাম, আব্দুল মালেক, শাহীন আজাদ, আব্দুল মুহিব, এডভোকেট রানা, খাইরুল মিয়া, মাহবুব, নুরুল ইসলাম, লিয়াকত, প্রফেসর মাসুক মিয়া, জিয়াউর রহমান, শিহাব, সাইফুল আলম, মিলন মিয়া, সাইফুল ইসলাম, ঈষা তালুকদার, পাভেল মিয়া, প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories