নিজস্ব প্রতিবেদকঃ
সিলেটের বিশ্বনাথে যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব আব্দুল মুতলিবের অর্থায়নে নিজের বাড়ীর সড়ক পাকাকরণ কাজের শুভ উদ্বোধন হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের গমরা গুল (পুর্ব পাহাড় পুর)উত্তর বাড়ীর এ সড়ক পাকাকরণ কাজের শুভ উদ্বোধন করেন খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুহাম্মদ নিজাম উদ্দীন সিদ্দিকী।উদ্বোধন শেষে এক সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব আব্দুল মুতালিবের ব্যক্তিগত উদ্যোগ ও অর্থায়নে নিজ বাড়ীর রাস্তা পাকাকরণ করেছেন নিঃসন্দেহে এ ধরনের মহৎ কাজ প্রশংসার দাবী রাখে।আমাদের সমাজের প্রতিটি স্তরে প্রবাসীরা যেভাবে অবদান রাখছেন,সেটাকে সবার মুল্যায়ন করা উচিৎ। আপনারা প্রবাসীর আরো বেশি করে এগিয়ে এলে সমাজের উন্নয়ন ও সৌন্দর্য বৃদ্ধি পাবে এবং দেশ ও সমাজ অনেক দুর এগিয়ে যেতে সক্ষম হবে।
বিশেষ বক্তার বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব আব্দুল মুতালিব।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের স্থানীয় ওয়ার্ড সদস্য আব্দুর রব রাজু,জামেয়া ইসলামিয়া আব্বাসিয়া কৌড়িয়া ইসলামাবাদ মাদ্রাসার মুহাদ্দিস মুফতি সাইফুর রহমান সাইফী,খাজাঞ্চী রেল স্টেশন কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতী আব্দুর রহমান,তাজ উদ্দিন,সুমন আহমদ।
এ সময় উপস্থিত ছিলেন,সোলেমান আহমদ,আকদ্দুছ আলী,হাফেজ এমদাদ আহমদ,লালা মিয়া,আপ্তাব আলী,আব্দুস সোবহান,মচব্বির আলী,রইছ উদ্দিন,লোকমান আহমদ,আব্দুল কাদির,রফিক আহমদ লালু,আব্দুল্লাহ আল মামুন,গিয়াসউদ্দিন ,আব্দুল মুকিত,মাওলানা জামাল আহমদ,আফসান মিয়া,কবির মিয়া,জিতু মিয়া,হাবিবুর রহমান ,জাকির হোসেন,শুয়েব আহমদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরে মোনাজাত পরিচালনা করেন হযরত মাওলানা মুফতি সাইফুর রহমান সাইফি।