নিজস্ব প্রতিবেদকঃ
সিলেটের বিশ্বনাথে ৫৭৪ জন শিক্ষার্থীকে প্রায় ২২ লক্ষ টাকার বৃত্তি বিতরণ করেছে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে। মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল থেকে রামসুন্দর সরকারি হাইস্কুল মাঠে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে উপজেলার স্কুল, মাদ্রাসা, কলেজ ও উচ্চ শিক্ষায় অধ্যয়নরত শিক্ষার্থীদের হাতে এ বৃত্তি তুলে দেয়া হয়।
বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তণ ডেপুটি রেজিস্ট্রার ও সাবেক সাংসদ এম. ইলিয়াস আলীর সহধর্মীনি তাহসিনা রুশদীর লুনা।
বক্তব্যে তিনি বলেন, শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকদেরও আধুনিক শিক্ষার কলাকৌশলের প্রশিক্ষণ দিয়ে দক্ষ শিক্ষক হিসেবে গড়ে তুলতে কাজ করতে হবে। তিনি বলেন, ছেলেদের চেয়ে মেয়েরা লেখাপড়ার প্রতি আগ্রহ বেশি। সবাইকে লেখাপড়ার প্রতি সমানভাবে আগ্রহী করে তুলতে কাজ করার আহবান জানান তিনি।
সকালে বৃত্তি বিতরণ অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্ধোধন করেন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের সভাপতি মাফিজ খান।
উপজেলা নির্বাহী অফিসার ও ট্রাস্টের উপদেষ্টা কমিটির সভাপতি সুনন্দা রায়ের সভাপতিত্বে ও ট্রাস্টের সাধারণ সম্পাদক গোলজার খান এবং যুগ্ম-সম্পাদক মো. কবির উদ্দিনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে
বিশেষ অথিতির বক্তব্য রাখেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর সিলেটের আঞ্চলিক পরিচালক নুরে আলম, সাবেক উপজেলা চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী, ট্রাস্টের সাবেক সভাপতি আব্দুস সাত্তার, ট্রাস্টের সিনিয়র ট্রাস্টি গৌছ আলী, আব্দুর রুপ, আবদুল মজিদ, খলিলুর রহমান, বিশ্বনাথ সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ সিরাজুল হক, সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছয়ফুল হক, খাজাঞ্চি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন সিদ্দিকী, ওয়ান পাউন্ড হসপিটালের সিইও ডা. শানুর আলী মামুন, ট্রাস্টের সহ-সভাপতি মিসবাহ উদ্দিন, প্রফেসর ফরিদ আহমদ, কার্যনির্বাহী সদস্য নেছার আলী লিলু, মবশ্বির আলী, ট্রাস্টের ট্রাস্টি কাউন্সিলর নেছার আলী, সলিসিটর আনছার হাবিব, প্রফেসর বাবরুল হোসেন বাবুল, তোফাজ্জল আলম তোফায়েল, মুমিন খান মুন্না, ফারুক মিয়া, আবদুল কুদ্দুস, ড. মুজিবুর রহমান, আনোয়ার খান, জামাল আহমদ, আবুল খয়ের, জাকির হোসেন কয়েছ, শেখ হারুনুর রশিদ, আলমগীর হোসেন, শেখ আবুল বাশার। অনুভূতি প্রকাশ করেন ট্রাস্টের বৃত্তি পেয়ে উচ্চতর শিক্ষা অর্জন করা প্রদীপ পাল। শুরুতেই জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। শেষে প্রয়াত সকল ট্রাস্টিদের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।