নিজস্ব প্রতিবেদকঃ
আলহাজ্ব লজ্জতুন নেছা বহুমুখী উচ্চবিদ্যালয়ে ৪২ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্টান সম্পন্ন হয়েছে।
২৭ শে ফেব্রুয়ারী রোজ বৃহস্পতিবার সকাল ১০ থেকে শুরু হয়ে সারা দিনব্যাপি চলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্টান, স্কুলের ছাত্র ছাত্রীদের অংশগ্রহণে বিশেষ করে সাংস্কৃতিক অনুষ্টান ছিলো উপভোগ্য।
বিকালে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ছাত্র ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন যুক্তরাজ্য প্রবাসী প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য ও স্কুলের সাবেক শিক্ষার্থী রেদোয়ান আহমদ সোহেল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের বিভাগীয় প্রধান ডা. মোস্তাক আহমদ রুহেল।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু তুলসী কুমার সাহার সভাপতিত্বে পুরস্কার বিতরনী অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক মাওঃ আবুল বশর মোঃ ফারুক।
অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলাওয়াত করে ১০ ম শ্রেণীর ছাত্র আব্দুল্লাহ।
অন্যান্নদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষিকা রুশনা বেগম, সহকারী শিক্ষক রাসেন্দ্র চন্দ্র তালুকদার, আব্দুল হাই, জাকির হোসেন, রনজিত দেবনাথ, শফিকুল ইসলাম, নুরুল ইসলাম, ফরিদ আহমদ ও এলাকার বিশিষ্ট মুরব্বি আবুল হোসেন, তেরা মিয়া, সাবেক ছাত্র আবু সাইদ, মোহাম্মদ আলী সালমান প্রমুখ।