April 19, 2025, 12:26 am
Headline :
সমাজকর্মি হাবিবুর রশিদ জনির প্রতিবাদ বিবৃতি হাছন রাজা লোক সাহিত্য ও সংস্কৃতি পরিষদ এর ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি গঠন বিশ্বনাথে সাংবাদিকদের বিরুদ্ধে অপ-প্রচারকারী ৪ জনকে নিঃশর্ত ক্ষমা চাইতে তিন দিনের আল্টিমেটাম প্রদান উচ্চশিক্ষায় বিদেশে যারা পাড়ি দিতে চান, তাদের জন্য শতভাগ বিশ্বস্ত প্রতিষ্ঠান পাইওনিয়ার্স রিক্রোটিং এজেন্ট বিশ্বনাথ,র খাজাঞ্চীতে মিতালি যুব সংঘ তবল পুর ফাইন্যাল অনুষ্ঠিত, যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই—–খছরুজ্জামান খছরু অপ-সাংবাদিকতা রোধে যৌথভাবে মোকাবিলা করার প্রত্যয়, বিশ্বনাথে কর্মরত তিনটি প্রেসক্লাব সাংবাদিকদের যৌথ সভায় সিদ্ধান্ত ওসমানী নগরে গোয়ালাবাজার আদর্শ গণপাঠাগার,র কমিটি গঠন, সভাপতি নির্মল চন্দ্র, সাধারণ সম্পাদক আব্দুল মুকিত, সাংগঠনিক আরজু মিয়া বিশ্বনাথ,র দশঘর ইউনিয়নে মিয়ার বাজার ক্রিড়া সংস্থা কর্তৃক মিয়ার বাজার প্রিমিয়ার লীগ ফুটবল সিজন ৪’ উদ্বোধন নববর্ষ আমাদের নিজস্ব ঐতিহ্য, সংস্কৃতি এবং সম্প্রীতির উৎসব লিডিং ইউনিভার্সিটিতে নববর্ষ উদযাপনে……..দানবীর ড. সৈয়দ রাগীব আলী ফিলিস্তিনে ই’স’রা’ই’লী গ’ণ’হ’ত্যা’র প্রতিবাদে স্লোগানে উ’ত্তা’ল বিশ্বনাথ পৌর শহর
Notice :

তবল পুর শাখার ইটস (IHF) হিউম্যানিটি ফাউন্ডেশন যাকাত ক্যাম্পেইন খাদ্য সহায়তা প্রদান

নিজস্ব প্রতিবেদকঃ

প্রতি বছরের ন্যায় এ বছরও ইটস হিউম্যানিটি ফাউন্ডেশন যাকাত ক্যাম্পেইনের আয়োজন করেছে। উক্ত ক্যাম্পেইনটি পুরো রমজান মাসব্যাপী চলেছে তারি ধারাবাহিকতায় আজ ২৪শে মার্চ সোমবার বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের ৬ নং ওয়ার্ড তবল পুর আই এইচ এফ স্কুল প্রাঙ্গনে স্কুলের শিক্ষার্থীদের পরিবারের মধ্যে ১৭০ টি খাদ্য সামগ্রী প্যাকেট বিতরণ করা হয়, যার মধ্যে ছিলো ৫ কেজি চাল, ৪ কেজি আলো, ১ কেজি পেয়াজ, ১ কেজি ডাল, ও ১ কেজি লবণ।

উক্ত অনুষ্ঠানে ঢাকা থেকে আগত (IHF) সিনিয়র অফিসার মোঃ সাহারুল ইসলাম (যোগাযোগ) খাদ্য সামগ্রী বিতরণে অংশ গ্রহণ করেন।
এবং সার্বিক বিষয়টি পরিচালনা করেন স্কুলের ভুমি দাতা ও প্রতিষ্ঠাতা মোঃ রইছ আলী।

উপস্থিত ছিলেন গ্রামের মুরুব্বি ও অবিভাবক অভিবাবক : রহিম আলী,ইছবর আলি, আব্দুন নূর, আব্দুল বাসার, আফরুজ আলী, মৌরস, বাবুল মিয়া, সাদ্দেক আলী, মোঃলাল মিয়া, আশিক আলী, রুনা বেগম, লায়লা বেগম, সুনারা বেগম, নাজমা বেগম, সাহেদা বেগম, এবং IHF স্কুলের শিক্ষক শিক্ষিকা আইএইচএফ স্কুল,তবলপুর শাখাঃ, রুমন আহমদ, মঈনুল খাঁন,ইমন আহমদ, কামরুজ্জামান, আমিনা জাহান, রুনা আক্তার লিলি।

প্রসংগত আইএইচএফ এর যাকাত ক্যাম্পেইনটি ৩ ভাগে ভাগ করে পরিচালিত হয়েছে। শিক্ষার জন্য যাকাত, জীবিকা নির্ভরশীলতার জন্য যাকাত এবং হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষদের মধ্যে রমজান মাসে খাদ্য বিতরণ কর্মসূচি।
আইএইচএফ সম্পর্কে
ইট্স হিউম্যানিটি ফাউন্ডেশন একটি নিবন্ধিত অলাভজনক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর শিশুদের বিনামূল্যে মানসম্পন্ন শিক্ষা প্রদানের মাধ্যমে তাদের ভবিষ্যৎকে উন্নত করার জন্য কাজ করে যাচ্ছে। বর্তমানে সারা বাংলাদেশে আইএইচএফ এর ১২টি স্কুল রয়েছে, যার মধ্যে রয়েছে ‘লার্নিং ডিসএবল’ শিশুদের জন্য একটি বিশেষ স্কুল এবং পথশিশুদের জন্য একটি ডিজিটাল মোবাইল স্কুল। বাংলাদেশের প্রতিটি প্রান্তে প্রান্তিক জনগোষ্ঠীর শিশুদের জন্য শিক্ষাকে সহজলভ্য করার লক্ষ্যে আইএইচএফ শুধু শহর বা গ্রামেই নয়, রংপুরের কোলকোন্দ চর এলাকা এবং উখিয়ার দূর্গম পাহাড়ি এলাকাতেও স্কুল পরিচালনা করছে, যেখানে শিশুদের জন্য আশেপাশে আর কোনো স্কুল নেই।২০১০ সালে প্রতিষ্ঠার পর থেকে আইএইচএফ বাংলাদেশে প্রায় দুই হাজার পাচশত জনেরও বেশি শিশুর জন্য বিনামূল্যে শিক্ষা ও স্বাস্থ্যসেবার সুযোগ তৈরি করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories