নিজস্ব প্রতিবেদকঃ
ফিলিস্তিনের গাযা ও পশ্চিম তীরে ইজিরাইলি বর্বর হামলার প্রতিবাদে সারা দেশের মতো সরব হয়ে উঠেছে সিলেটের লিডিং ইউনিভার্সিটিও।
গত ৮ ই এপ্রিল মঙ্গলবার লিডিং ইউনিভার্সিটিতে প্রাইভেট ইউনিভার্সিটি ন্যাশনাল এসোসিয়েশন অব বাংলাদেশ-পুনাব’ এর সদস্যদের উদ্যোগে ভার্সিটির প্রক্টরিয়াল বডির উপস্থিতিতে ক্যাফেটেরিয়া ও ভার্সিটির আশেপাশের দোকানগুলোতে ইজরাইলি পণ্য বয়কটের জন্য সচেতনতা সৃষ্টি করা হয়।
এরই পরিপ্রেক্ষিত আজ ৯ ই এপ্রিল বুধবার পুনাব,র উদ্যোগে ভার্সিটির একাডেমিক ভবনের ছাদে ফিলিস্তিনের পতাকা উত্তোলন করা হয়। তার পাশাপাশি ইজরাইলি পণ্য বয়কটের তালিকা সম্বলিত পোস্টারও লাগানো হয় ভার্সিটি এরিয়া ও তার আশেপাশে।
এসময় উপস্থিত ছিলেন পুনাব,র লিডিং ইউনিভার্সিটির মেম্বার সেক্রেটারি আসিফুর রহমান দিপু এবং অর্গানাইজিং সেক্রেটারি নাবিল আহমেদ জামিল এবং পুনাবের অন্যান্য সদস্যবৃন্ধ।
পুনাব,র পক্ষ থেকে প্রতিবেদকের কাছে পাঠানো এক বার্তায় বলা মানবতার শত্রু ইজরায়েল তারা আজ বিশ্ব মানবতাকে ভুলণ্ঠিত করেছে আমাদের ধর্মপ্রাণ সকলের উচিৎ ইজরায়েল ও ইহুদিদের সকল বাজারজাত পণ্য বয়কট করে অসহায় ফিলিস্তিনিদের সাথে সহমর্মিতা প্রকাশ করা, তাই আসুন আমরা আমাদের সকল মার্কেট ও দোকান থেকে তাদের সকল পণ্য ক্রয় বিক্রয় থেকে মুক্ত থাকি।