মাজহারুল ইসলাম সাব্বির :
জমজমাট আয়োজনের মধ্য দিয়ে মাঠে পর্দা নামবে সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের মিয়ার বাজার ক্রিড়া সংস্থা আয়োজিত মিয়ার বাজার প্রিমিয়ার লীগ (ফুটবল) সিজন-৪।
আজ শনিবার (২৬শে এপ্রিল) বিকেল ৩টায় স্থানীয় মিয়ার বাজার সংলগ্ন মাঠে জমজমাট ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে সিজন-৪ এর।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান এবং উদ্ধোধক হিসেবে উপস্থিত থাকবেন বিশ্বনাথ থানা অফিসার ইনচার্জ এনামুল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ সাইফুল ইসলাম বেগ , সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন আব্বাস, বিশিষ্ট সমাজ সেবক ও যুক্তরাজ্য প্রবাসী জনাব মোঃ সোলেমান আলী মাষ্টার ।
ফাইনাল খেলায় সভাপতিত্ব করবেন মিয়ার বাজার ক্রিড়া সংস্থার সভাপতি বেদার উদ্দিন চৌধুরী জন্টি ও পরিচালনা করবেন সাধারণ সম্পাদক হাবিবুর রহমান রুনু।
জমকালো ফাইনাল খেলায় সাথী স্পোর্টিং ক্লাব কাশিমপুর মোকাবেলা করবে ইয়াং বয়েজ লহরী।
মিয়ার বাজার ক্রিড়া সংস্থার সভাপতি বেদার উদ্দিন চৌধুরী জন্টি ফোন আলাপে জানান রাত পোহালেই এমপিএল (ফুটবল) সিজন-৪ এর ফাইনালে সকল ক্রীড়ামুধী ভাইদের খেলা দেখার আমন্ত্রণ জানিয়েছেন। তিনি আরো বলেন মাঠে এসেছে খেলা দেখে লটারির মাধ্যমে বিজয়ী হতে পারেন পঞ্চাশ হাজার টাকা মালিক।