নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) কর্তৃক অনুমোদিত ও একাডেমিক সনদ অর্জনে দক্ষিণ বিশ্বনাথ ইউনাইটেড স্পোর্টিং ক্লাব এন্ড একাডেমির প্রতিষ্ঠাতা কমিটির সদস্য সচিব মিসবাহ উদ্দিন,র অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন।
আজ ২৫ শে এপ্রিল শুক্রবার রাজশাহীর নানকিং চায়নিজ রেস্টুরেন্টে বাফুফে কর্তৃক অনুষ্টিত ওয়ার্কশপ ও সার্টিফিকেট বিতরন অনুষ্ঠানে অংশগ্রহণ করে সার্টিফিকেট গ্রহণ করেন দক্ষিণ বিশ্বনাথ ইউনাইটেড স্পোর্টিং ক্লাব এন্ড একাডেমির প্রতিনিধি’ ফুটবলার মেহেদী হাসান মামুন।
সার্টিফিকেট প্রদান করেন বাফুফের সভাপতি তাবিথ আওয়াল।
তাৎক্ষণিক প্রতিবেদকের কাছে পাঠানো এক বার্তায় একাডেমির প্রতিষ্ঠাতা কমিটির সদস্য সচিব যুক্তরাজ্য প্রবাসী ক্রীড়ানূরাগী মিসবাহ উদ্দিন বলেন, আলহামদুলিল্লাহ!! দক্ষিণ বিশ্বনাথ ইউনাইটেড স্পোর্টিং ক্লাব এন্ড একাডেমি
গর্বের সঙ্গে জানাচ্ছি যে আমরা ফিফা, এ এফসি এবং বাফুফে অনুমোদিত একাডেমিক ১-স্টার সনদ অর্জন করেছি।
এ অর্জন আমাদের একার নয় সমস্ত বিশ্বনাথবাসীর, আমি ধন্যবাদ জানাই আমাদের একাডেমির সকল দায়িত্বশীল সদস্য, কলাকৌশলী, প্রশিক্ষক, ফুটবলার সহ শুভানুধ্যায়ী বৃন্দের প্রতি, সবার সম্মিলিত প্রচেষ্টার ফলে আমাদের এ অর্জন, এ স্বীকৃতি যেনো আমাদের যুবসমাজের কল্যাণ ও নেশা মুক্ত সমাজ গঠনে কার্যকর ভুমিকা পালন করতে পারে এই প্রত্যাশা কামনা করি।
তিনি আরো বলেন আমরা অঙ্গীকার করছি, বিশ্বনাথ উপজেলা সহ দেশের ফুটবল উন্নয়নে আমাদের প্রচেষ্টা ও অবদান আরও শক্তিশালীভাবে অব্যাহত থাকবে।