নিজস্ব প্রতিবেদকঃ
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট জেলা শাখার নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ মে) সন্ধ্যায় সিলেট নগরীর নজরুল একাডেমীতে এই পরিচিতি সভার আয়োজন করা হয়।
জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট জেলা সভাপতি ও আধুনিক বাংলা টিভির সম্পাদক বিশিষ্ট সাংবাদিক বাবুল খান মুন্নার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট জেলা শাখার উপদেষ্টা, উইমেন্স মেডিকেল কলেজ ও সিলেট মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক শিক্ষানুরাগী আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন বলেন, সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের সিলেট জেলা তথা সারা বাংলাদেশের কার্যক্রম আমার অনেক পছন্দ লাগে। অসহায়, গরীব মানুষদেরকে নিয়ে সব সময় কাজ করে এবং সিলেটে বিগত দিনে করোনা মহামারির সময় ও বন্যা কবলিত এলাকায় সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে সিলেট জেলা শাখার সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন। আর সেজন্য আমি সিলেট জেলার উপদেষ্টা হতে পেরে খুবই আনন্দিত লাগছে। তিনি আরো বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ। গণমাধ্যমের নিরপেক্ষতা ও সাহসিকতা একটি জাতির চেতনা গড়ে তোলে। আজকে যারা এই কমিশনের দায়িত্বে আছেন, তারা যেন সত্য, ন্যায় ও আদর্শকে সামনে রেখে দায়িত্ব পালন করেন, এই কামনাই করি। তিনি আরও বলেন, সিলেট অঞ্চলে শিক্ষার প্রসার ও মানোন্নয়নে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। গুজব নয়, তথ্যভিত্তিক ও মানবিক সাংবাদিকতা সমাজকে আলোর পথে নিয়ে যেতে পারে।
প্রধান বক্তার বক্তব্যে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কামাল খাঁন বলেন, গণমাধ্যমের স্বাধীনতা মানেই দায়িত্বশীলতা। আমরা চাই, বাংলাদেশে এমন একটি গণমাধ্যম গড়ে উঠুক, যারা ভয়ভীতি ও চাপমুক্তভাবে মানুষের পক্ষে কথা বলবে।
জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট জেলার সাধারন সম্পাদক বিশিষ্ট সাংবাদিক রোটারিয়ান শাহান উদ্দিন নাজু এবং যুগ্ম-সম্পাদক সাংবাদিক মোস্তাক আহমদ মোস্তফার যৌথ উপস্থাপনায় বক্তব্য রাখেন, জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট জেলার সিনিয়র সহ সভাপতি সাংবাদিক আশিকুর রহমান রানা, সহ সভাপতি ও সিলেট ডেল্টা হাসপাতালের পরিচালক ফখরুজ্জামান ওয়াসিম, সহ সভাপতি আব্দুস সামাদ, সহ সাধারণ সম্পাদক আশরাফুল আলম, সহ সাংগঠনিক সম্পাদক রাশেদুজ্জামান রাসেল, জেলা শাখার মানবাধিকার বিষয়ক সম্পাদক দিলওয়ার হোসেন, গোলাপগঞ্জ উপজেলা শাখার নব নির্বাচিত সভাপতি ইলিয়াস বিন রিয়াছত, সহ প্রচার সম্পাদক হোসেন আহমদ, সহ ধর্ম বিষয়ক সম্পাদক হেলাল আহমদ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সিলেট জেলা শাখার কার্যনির্বাহী সদস্য গ্যান্ড টিভির সম্পাদক ইসা তালুকদার।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট বিভাগীয় সদস্য সাইফ খান, সিলেট জেলা শাখার সহ সাধারণ সম্পাদক মুর্শেদ আহমদ খান, জেলা সদস্য আপন আহমদ, মুর্শেদ খান, গোলাপগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সহ সভাপতি সেলিম আহমদ, সহ সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, সহ দপ্তর সম্পাদক মনসুর আহমদ শাপলু প্রমুখ। এছাড়াও বিভিন্ন প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া সহ গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি