নিজস্ব প্রতিবেদকঃ
খেলাফত মজলিস প্রতিষ্ঠার লক্ষ্যে গণ-আন্দোলন গড়ে তুলুন, ধর্ম-বর্ণ ভিন্নমত সবার জন্য খেলাফত এই স্লোগানকে সামনে রেখে সিলেটের বিশ্বনাথে বাংলাদেশ খেলাফত মজলিস বিশ্বনাথ উপজেলা শাখার ঈদ পূর্নমিলনী ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার বিকেল ৩টায় পৌর শহরের মডেল মসজিদের কনফারেন্স হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ খেলাফত মজলিস বিশ্বনাথ উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল মতিনের সভাপতিত্বে ও এম আশরাফুল হকের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় নায়েবে আমির এড. মাওলানা শাহিনুর পাশা চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মহা সচিব মাওলানা আব্দুল আজিজ, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সভাপতি মাওলানা ইকবাল হোসাইন, সহ সভাপতি মাওলানা ক্বারী উবায়দু রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মুতাসিম বিল্লাহ জালালী, সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব এমরান আলম, বাংলাদেশ খেলাফত মজলিস বিশ্বনাথ উপজেলা শাখার সহ সভাপতি মাওলানা ওয়ারিছ উদ্দিন, বিশ্বনাথ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল বাছিত, উলামা বিষয়ক সম্পাদক মাওলানা ফয়ছল আহমদ, শ্রমিক মজলিস বিশ্বনাথ উপজেলার শাখার সভাপতি নুরুল ইসলাম, বিশ্বনাথ পৌর শাখার সহ সভাপতি লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক হাফিজ হুসাইন আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা ঈসমাইল আলী, যুব মজলিস বিশ্বনাথ উপজেলা শাখার সভাপতি নজির আহমদ, দশঘর ইউনিয়ন শাখার সভাপতি মুফতি জাকির হোসাইন, রামপাশা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মাওলানা ফয়ছল আহমদ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস বায়তুলমাল সম্পাদক হাফিজ মোজাহিদুল ইসলাম।
এসময় খাজাঞ্চী ইউনিয়ন শাখার সদস্য মোহাম্মদ সা’দ মিয়া, আল আমিন, শামীম আহমদ, তারেক আহমদ, বুরহান আহমদ, শাহাদাত হোসেন, মাছুম আহমদ, জুবায়ের আহমদ, মোহাম্মদ আলী, নজির আহমদসহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।