May 5, 2025, 2:06 pm
Headline :
সিলেট ডেভেলাপমেন্ট কাউন্সিল,র সভা ও মহানগর কমিটি গঠন সম্পন্ন ওসমানী নগরে গোয়ালাবাজার আদর্শ গণপাঠাগারে সুধী সমাবেশ অনুষ্ঠিত বিশ্বনাথ,র খাজাঞ্চীতে “মরহুম আব্দুল মুছাব্বির জাহেদা খানম এন্ড মিসবাহ উদ্দিন সমুজ মেমোরিয়েল ওয়েলফেয়ার ট্রাস্ট”র নগদ অর্থ বিতরণ বিশ্বনাথে যুক্তরাজ্য প্রবাসী হাফেজ আতাউর রহমান,র প্রচেষ্টায় সিঙ্গেরকাছ পাঠাগারের শুভ উদ্বোধন শাহ খুররুম কলেজের সভাপতি মনোনীত হওয়ায় শহীদ ড. মইন উদ্দিন জগিং ক্লাবের পক্ষ থেকে কয়েস লোদী কে সম্মাননা প্রদান ‘ইলিয়াস’ আলীর নাম নিয়ে তা’মা’শা করলে, এর পরিণতি হবে ভ’য়া’ব’হ বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে বক্তারা সাংবাদিকদের কল্যাণে যত দ্রুত সম্ভব সরকার ও সমাজের সকল বিত্তবানদের এগিয়ে আসা উচিত……দানবীর ড. সৈয়দ রাগীব আলী আমাদের সুস্থ জীবনের নিশ্চয়তায় প্রকৃতিকে সুস্থ করে তুলতে হবে, লিডিং ইউনিভার্সিটিত বৃক্ষরোপন কর্মসূচিতে —-দানবীর ড. সৈয়দ রাগীব আলী বিশ্বনাথে আইন শৃংখলা কমিটির মিটিং শেষে,ই বিশৃঙ্খলা! হা’ম’লা’র শিকার লামকাজীর চেয়ারম্যান বিশ্বনাথে মিয়ার বাজারে এমপিএল ফুটবল ৪র্থ আসরের চ্যাম্পিয়ন ইয়াং বয়েজ লহরী
Notice :

বিশ্বনাথে যুক্তরাজ্য প্রবাসী হাফেজ আতাউর রহমান,র প্রচেষ্টায় সিঙ্গেরকাছ পাঠাগারের শুভ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদকঃ

সবার মধ্যে বই পড়ার অভ্যাস তোলাসহ আলোকিত মানুষ গড়ার লক্ষ্যে সিলেটের বিশ্বনাথে সিঙ্গেরকাছ পাঠাগারের শুভ উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৩ রা মে) দুপুরে উপজেলার দৌলতপুর ইউনিয়নের সিঙ্গেরকাছ বাজারে এ পাঠাগারের শুভ উদ্বোধন করা হয়।

পাঠাগার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক কাওসার আহমদের সভাপতিত্বে ও ধারাভাষ্যকার জয়নাল আবেদীনের সঞ্চালনায় এ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন পাঠাগারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী হাফিজ আতাউর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাঠাগারের প্রতিষ্ঠাতা সেক্রেটারি পর্তুগাল প্রবাসী ইসমাঈল আলী, আজকের বিশ্বনাথ সম্পাদক ও প্রকাশক মোস্তাক আহমদ মোস্তফা, বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য সাংবাদিক সমুজ আহমদ সায়মন, বিশিষ্ট আলেম আব্দুল মুমিন।
বক্তারা বলেন, অন্তহীন জ্ঞানের উৎস হলো বই।আর সেই বইয়ের আবাসস্থল হলো পাঠাগার। যেখানে নদীর স্রোতের মতো জ্ঞান থাকে, বই থাকে।পাঠাগার হলো শিক্ষার বাতিঘর।এটি ছাড়া কোনো সমাজ আলোকিত হতে পারেনা।তাই এর প্রয়োজনীয়তা প্রতিটি সমাজে অনস্বীকার্য। মানুষ চিরদিন আলোর সন্ধানী।আলোর পথে এগিয়ে মানুষ হতে চায় আলোকিত।পাঠাগার মানুষের জীবন সংস্কৃতির প্রথম ও প্রধান ধাপ।পাঠাগার জ্ঞান আহরণের তীর্থস্থান, গবেষণাগার, সমাজের প্রজ্জ্বলিত প্রদীপ ও জ্ঞান বিজ্ঞানের আলোর মশাল। প্রকৃতপক্ষে পাঠাগার সংস্কৃতি সভ্যতা ও মানুষের মনুষ্যত্ব বিকাশের পথকে সুগম করে। তাই পাঠাগারে এসে আপনারা আপনাদেরই অবসর সময়টুকু বই পড়ায় মনোনিবেশ করুন।
অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, লিয়াকত আলী, শরীফ আহমদ, তামিম আহমদ, আরিফ আহমদ, খালেদ আহমদ, আজিজুর রহমান, রুবেল মিয়া, তানভীর আহমদ, রুকন মিয়া।
শুভেচ্ছা বক্তব্য রাখেন রায়হান আহমদ ও শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন কামরুল ইসলাম এবং পাঠাগার উদ্বোধন শেষে মোনাজাত পরিচালনা করেন আব্দুল মুমিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories