অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সুপার সিক্সের ম্যাচে নেপাল যুবাদের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টুর্নামেন্টে সেমিফাইনালের স্বপ্ন টিকিয়ে রাখার মিশনে নেপালিজদের ১৬৯ অলআউট করেছে জুনিয়র টাইগাররা। ফলে জয়ের জন্য ১৭০ রানের সহজ টার্গেট পেয়েছে বাংলাদেশ।
বুধবার (৩১ জানুয়ারি) ব্লুমফন্টেইনের মাংগুয়াং ওভালে ৪৯.৫ ওভারে ১৬৯ রানে গুটিয়ে গেছে নেপাল অনূর্ধ্ব-১৯ দল। বাংলাদেশের হয়ে রাহানাত দৌলা বর্ষন ৪টি এবং শেখ পারভেজ জীবন ৩টি উইকেট শিকার করেন।