হাফেজ মাহমুদুল হাসান
মোহনগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ
৫ম জাতীয় যুব কনভেনশন সফল করার লক্ষে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নেত্রকোনা জেলা শাখার থানা ও ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন সম্পন্ন হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতী মানসুর আহমাদ সাকী সেক্রেটারি জেনারেল ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুফতি জোবায়ের আহমাদ সাংগঠনিক সম্পাদক মোমেনশাহী বিভাগ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
ইসলামী আন্দোলন বাংলাদেশ নেত্রকোনা জেলা শাখার সভাপতি মুফতী নুরুল ইসলাম হাকিমী, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ নেত্রকোনা জেলা শাখার সভাপতি মুফতী আবু সালেহ মুহাম্মাদ মুসা ও আবু আব্বাস কলেজ নেত্রকোনার সহকারী অধ্যাপক ড.জসিম উদ্দীন খান পাঠান।
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নেত্রকোনা জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতী ওমর ফারুক ওফা এর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন শাখার সভাপতি মুহাম্মাদ জাকিরুল ইসলাম ।