পলাশ তালুকদার: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দলকে সাংগঠনিকভাবে গতিশীল করার লক্ষ্যে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে গত ২৩, জানুয়ারী ২০২৫ বিকালে ঢাকা মহানগর উত্তর শাহ আলী থানা স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত হয়।
বিপুল উৎসব উদ্দীপনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মাধ্যমে এ আয়োজন চলে। কর্মীসভার সভাপতিত্ব করেন শাহ আলী থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক নাসির উদ্দিন বিপ্লব,সঞ্চালনার দায়িত্বে ছিলেন শালী থানার যুগ্ন আহবায়ক সবুজ হাওলাদার,
প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সভাপতি
শেখ ফরিদ হোসেন তিনি বলেন তারেক রহমানের নির্দেশ অনুযায়ী সাধারণ মানুষের মন জয় করার জন্য কাজ করতে হবে কোনভাবেই অনুপ্রবেশকারীদেরকে ঠাই দেয়া হবে না বিগত দিনে আন্দোলন সংগ্রামী যারা মাঠে ছিল তাদের কি মূল্যায়ন করা হবে। আপনাদের সকলের প্রতি আমার নির্দেশ আপনারা যেন কারো অভিশাপের কারণ না হন।
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মহসিন সিদ্দিকী রনি তিনি বললেন তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বের কারণে শেখ হাসিনার পতন হয়েছে, শেখ হাসিনা যা করেছে বিএনপি তা করবে না। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামীর বাংলাদেশের নেতৃত্ব দিবেন। তিনি আমাদেরকে যে ঈমানি দায়িত্ব দিয়েছেন আমরা তা সঠিকভাবে পালন করতে প্রস্তুত। তিনি আরো বলেন জুলাই – আগস্টের আন্দোলনে শাহআলী থানা স্বেচ্ছাসেবক দল রাজপথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যারা আমাদের সাথে আন্দোলনে ছিল আমরা তোদের প্রত্যেককে চিনি স্বেচ্ছাসেবক দলকে শক্তিশালী করার লক্ষ্যে পরীক্ষিত লোকদের কে বাছাই করে আমরা কমিটিতে রাখবো।
কর্মী সভায় উপস্থিত ছিলেন উত্তর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সভাপতি লিটন মাহমুদ বাবু, সহ-সভাপতি নাসির উদ্দিন পলাশ, রাজিব আহমেদ, সাংগঠনিক সম্পাদক এস,এ খোকন, সিনিয়র যুগ্ন-সাধারণ সম্পাদক রুহুল আমিন সোহেল, দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা)
প্রকৌশলী মাহফুজুর রহমান, সহ-দপ্তর সম্পাদক তানভীর কবির শৈবাল সহ শাহআলী থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।