নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলাম, যুব ও ছাত্র জমিয়ত বিশ্বনাথ উপজেলা শাখা কর্তৃক আয়োজিত পবিত্র মাহে রামাদানের তাৎপর্য শীর্ষক আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।
বক্তারা বলেন, ব্রিটিশ বিরুধী আন্দোলনে জমিয়ত রক্ত দিয়েছে ১৯৭১ সালে বাংলাদেশের অধিকার আদায়ে স্বাধীনতা সংগ্রামে জনগণের পাশে ছিলো, জুলাই আগষ্ট ছাত্র জনতার বিপ্লবে সরাসরি ময়দানে থেকে কাজ করেছে।
তারা আরে বলেন বাংলাদেশের মোসলমানদের প্রাচীনতম সংঘঠন জমিয়তে উলামায়ে ইসলাম জন্মলগ্ন থেকে তৌহিদী জনতা ইসলাম ও মোসলমানদের স্বার্থরক্ষায় কাজ করে আসছে, সময় এসেছে ব্যাক্তিস্বার্থ ভুলে গিয়ে সবাই ঐক্যবদ্ধ হয়ে এদেশে ইসলামি রাজ কায়েম করার, তাই আসুন আমরা সবাই একতা বদ্ধ হয়ে জুলাই আগষ্টে ছাত্র জনতার এই ত্যাগ ইসলামি রাষ্ট্র গঠনের মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত করি।
শনিবার (১৫মার্চ) জামেয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া মাদরাসা ময়দানে এ আয়োজিত অনুষ্ঠানে বক্তরা উপরোক্ত বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা জমিয়তের সাবেক সভাপতি মাওলানা মশাহিদ আলী দয়ামিরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম-মহাসচিব মাওলানা খলিলুর রহমান, সিলেট জেলার সহ-সভাপতি মাওলানা নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা কাজী আমিন উদ্দিন, সদস্য মাওলানা আব্দুল মন্নান, সিলেট জেলা খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মাওলানা কাজী আব্দুল ওয়াদুদ, বিশ্বনাথ উপজেলার জমিয়তের সহ-সভাপতি মাওলানা শাহ রশিদ আহমদ মীয়াজানি, সাবেক সেক্রেটারি মাওলানা আব্দুস ছোবহান।
এসময় উপস্থিত ছিলেন, মাওলানা শিব্বির আহমদ, মাওলানা হাসান বিন ফাহিম, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা শাহেদ আহমদ, যুব জমিয়ত সভাপতি মাওলানা ইমরান আহমদ, ছাত্র জমিয়ত সভাপতি মিজানুর রহমান প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা ফখরুল ইসলাম।