আব্দুল কাদির রাজু, সদর সিলেট…..
সিলেট সদর উপজেলার ৮নং কান্দিগাঁও ইউনিয়নের বসন্তরাগাঁওে প্রথম রামাদ্বান হইতে ২৭ রামাদ্বান পর্যন্ত সহীহ শুদ্ধ কুরআন শিক্ষার অন্যতম প্রতিষ্ঠান দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট বসন্তরা’গাঁও শাখা কেন্দ্রের পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
২৭ মার্চ বৃহস্পতিবার বসন্তরা’গাঁও জামে মসজিদে সমাজসেবক আব্দুন নুরের সভাপতিত্বে ও মাওলানা আব্দুল হামিদের পরিচালনায় প্রথম অধিবেশনে ইসলামি আলোচনা ও বিশেষ মোনাজাত করেন হযরত মাওলানা মর্তুজ আলী আমানত’পুরী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গ্রেটার কামাল বাজার ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউ,কের সেক্রেটারি জেনারেল বখতিয়ার খাঁন।
স্বাগত বক্তব্য রাখেন অত্র শাখার নাজিম শামসুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাওলানা আব্দুস সালাম ভারপ্রাপ্ত সুপার আয়শা মনোয়ারা দাখিল মাদরাসা, সাংবাদিক অলিউডর রহমান, সিদ্দিকুর রহমান খালেদ শিক্ষক জালালাবাদ দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়, আল ফাহিম আহমদ, অত্র শাখার সহ নাজিম বাবুল মিয়া, অর্থ সম্পাদক সানুর মিয়া, প্রধান ক্বারী মাও ইসলাম উদ্দিন, হাফিজ বুরহান উদ্দিন, আবু সুফিয়ান, কারী জাবের আহমদ, ক্বারী মনির আহমদ। কারীয়া আনজুমা খানম, ক্বারীয়া নাজমা বেগম, শিরিনা বেগম ও ক্বারী জয়নাল আবেদীন, এতে আরো উপস্থিত ছিলেন অত্র এলাকার মুরব্বি আরশ আলী, সিদ্দিক আলী, আব্দুল জব্বার প্রমুখ।