নিজস্ব প্রতিবেদকঃ
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দেশ-বিদেশের মুসলিমদেরকে শুভেচ্ছা জানিয়েছেন সদস্য, প্রেসক্লাব ও সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের আন্তর্জাতিক বিষয় সম্পাদক কামাল খান।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেছেন, মুসলমানদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দেশ-বিদেশের সকল মুসলমানদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। ধনী-গরিব সবার ঘরে ঈদের আনন্দ বিরাজ করুক। সুদৃঢ় হোক মুসলিম ভ্রাতৃত্ববোধ।
শুভেচ্ছা বার্তায় কামাল খান বলেন, দীর্ঘদিনের স্বৈরশাসনের পতনের ফলে এবার দেশে অনেক স্বাচ্ছন্দ্যের সাথে ঈদ উৎযাপন করতে পারছে সাধারণ মানুষ। দেশে গুম খুন ক্রসফায়ার আয়নাঘর মামলা হামলা কমায় জনমনে স্বস্তি ফিরে এসেছে। এবার দ্রব্যমূল্যও তূলনামূলক কম হওয়ায় মানুষ স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে পেরেছে। রেমিট্যান্স বৃদ্ধি পাওয়া প্রবাসীদের পরিবারগুলো এখন ভালো আছে।
ফিলিস্তিনসহ যেসব দেশ যুদ্ধ বা দুর্যোগ জনিত কারণে সংকট অতিক্রম করছে সেসব দেশের জনগণের প্রতি সমবেদনা জ্ঞাপন করে মানবিক সাংবাদিক কামাল খান তার শুভেচ্ছা বার্তায় দ্রুত সংকট নিরসনের আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি মায়ানমার ও থাইল্যান্ডের ভূমিকম্পে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়ে দ্রুত তাদের সহযোগিতায় এগিয়ে আসতে বিশ্ববাসীর প্রতি আহবান জানিয়েছেন। সাথে সাথে রোহিঙ্গা শরনার্থীদেরকে দেশে ফিরিয়ে নিতে মায়ানমার সরকারের প্রতি আহবান জানিয়েছেন।
মানবিক সাংবাদিক কামাল খান বলেন, আত্মশুদ্ধির মাস রমজানের শিক্ষা নিয়ে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ এবং দেশপ্রেমের চেতনা ধারণ করে আগামীতে একটি সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্র গঠনে সবাইকে আন্তরিকভাবে দেশসেবায় আত্মনিয়োগ করতে হবে। দেশ অস্থিতিশীল হয় এমন কোন অপতৎপরতা রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশে যাতে সুন্দর একটা নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয় সে ব্যাপারে সবার সহযোগিতা কামনা করা হয় মানবিক সাংবাদিক কামাল খান এর শুভেচ্ছা বার্তায়।