নিজস্ব প্রতিবেদকঃ
মিতালি যুবসংঘ তবলপুর কর্তৃক ২য় মিডবার ফুটবল টুর্নামেন্ট,র কোয়াটার ফাইন্যাল অনুষ্ঠিত।
মাঠে কানায় কানায় পরিপূর্ণ দর্শককের উপচে পড়া ভীড়।
৩ রা এপ্রিল রোজ বৃহস্পতিবার রাত ১০ ঘটিকায় মিতালি যুবসংঘ তবলপুর কর্তৃক আয়োজিত ২য় মিডবার ফুটবল টুর্নামেন্টের কোয়াটার ফাইন্যাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি জুবেল আহমদের সভাপতিত্বে ও সংঘঠক আমির আলীর পরিচালনায় প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন পর্তুগাল প্রবাসী মিসবাউল হাসান।
কোয়ার্টার ফাইন্যাল উদ্বোধন শেষে প্রধান অতিথি পর্তুগাল প্রবাসী মিসবাউল হাসান কে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন মিতালি যুবসংঘ তবলপুরের ক্লাব কর্মকর্তা বৃন্দ।
এসময় অন্যান্নদের মধ্যে উপস্থিত ছিলেন প্রবীন মুরুব্বি আবুল মিয়া, মখন মিয়া, সাবেক মেম্বার আমির আলী, জেলা যুবদল সদস্য আহমেদ কিনু, যুবদল নেতা জামাল আহমদ, বাবুল মিয়া, সুলতান আহমদ, আমরুশ আলী, প্রমুখ।
খেলার ফলাফলঃ ১ম ম্যাচ টিম হাজারি গাও বনাম রমাইশাহ এন্ড ইউসুফ একাদশ ট্রাইব্রেকারে ৩-২ গোলের ব্যাবধানে রমাইশাহ এন্ড ইউসুফ একাদশ জয়ী এবং ২য় ম্যাচে ব্রাদার্স স্পটিং ক্লাবকে ১-০ ব্যাবধানে এগারো বন্ধু স্পটিং ক্লাব খালপার জয়ী।