April 16, 2025, 3:17 pm
Headline :
বিশ্বনাথ,র খাজাঞ্চীতে মিতালি যুব সংঘ তবল পুর ফাইন্যাল অনুষ্ঠিত, যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই—–খছরুজ্জামান খছরু অপ-সাংবাদিকতা রোধে যৌথভাবে মোকাবিলা করার প্রত্যয়, বিশ্বনাথে কর্মরত তিনটি প্রেসক্লাব সাংবাদিকদের যৌথ সভায় সিদ্ধান্ত ওসমানী নগরে গোয়ালাবাজার আদর্শ গণপাঠাগার,র কমিটি গঠন, সভাপতি নির্মল চন্দ্র, সাধারণ সম্পাদক আব্দুল মুকিত, সাংগঠনিক আরজু মিয়া বিশ্বনাথ,র দশঘর ইউনিয়নে মিয়ার বাজার ক্রিড়া সংস্থা কর্তৃক মিয়ার বাজার প্রিমিয়ার লীগ ফুটবল সিজন ৪’ উদ্বোধন নববর্ষ আমাদের নিজস্ব ঐতিহ্য, সংস্কৃতি এবং সম্প্রীতির উৎসব লিডিং ইউনিভার্সিটিতে নববর্ষ উদযাপনে……..দানবীর ড. সৈয়দ রাগীব আলী ফিলিস্তিনে ই’স’রা’ই’লী গ’ণ’হ’ত্যা’র প্রতিবাদে স্লোগানে উ’ত্তা’ল বিশ্বনাথ পৌর শহর বাংলাদেশ খেলাফত মজলিস বিশ্বনাথ উপজেলার শাখার কর্মী সমাবেশ অনুষ্ঠিত আগামীতে যেনো জনগণের উপর আর কোনু জু’লু’ম’বা’জ শা’স’ক চেপে বসতে না পারে সেই সংস্কারের পর জামায়াত নির্বাচন চায়——-অধ্যাপক আব্দুল হান্নান বিশ্বনাথে নববর্ষ উদযাপন উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত প্রাইভেট ইউনিভার্সিটি ন্যাশনাল এসোসিয়েশন অব বাংলাদেশ ‘পুনাব’ ই’জ’রা’ই’লি পণ্য ব’য়’ক’টে লিডিং ইউনিভার্সিটিতে পোষ্টার লিফলেট বিতরণ
Notice :

নববর্ষ আমাদের নিজস্ব ঐতিহ্য, সংস্কৃতি এবং সম্প্রীতির উৎসব লিডিং ইউনিভার্সিটিতে নববর্ষ উদযাপনে……..দানবীর ড. সৈয়দ রাগীব আলী

নিজস্ব প্রতিবেদকঃ

স্বনির্বর বাংলাদেশ গড়ায় হোক নববর্ষে আমাদের অঙ্গীকার
— উপাচার্য অধ‍্যাপক ড. মোহাম্মদ তাজ উদ্দিন
==========================================
আনন্দ ও উল্লাশমুখর পরিবেশে
বাংলা নববর্ষ ১৪৩২ বরণ করেছে সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটি। এ উপলক্ষ্যে পয়েলা বৈশাখ (১৪ এপ্রিল ২০২৫) সকাল সাড়ে ১১টায় বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় অংশ নেন লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলী, ভাইস চেয়ারম্যান সৈয়দ আব্দুল হাই, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ‍্যাপক ড. মোহাম্মদ তাজ উদ্দিন এবং শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারিবৃন্দ।

শোভাযাত্রা পরবর্তী লিডিং ইউনিভার্সিটির কালচারাল ক্লাবের আয়োজনে মনোজ্ঞ সাংসকৃতিক অনুষ্ঠান উদ্বোধন করে লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলী বলেন, বৈশাখবরণে এবার যোগ হয়েছে আগের সেই আলোর ঝলমলতা। আর সেই আলোয় উজ্জীবিত হয়ে পুরোনো বছরের ভুলভ্রান্তি থেকে, না-পাওয়া থেকে, স্বপ্নভঙ্গ থেকে, হতাশা থেকে গা ঝাড়া দিয়ে ওঠার প্রত্যয়-স্পন্দিত বুকে সবাইকে একসাথে কাজ করতে হবে উন্নতির লক্ষ্যে। তিনি নতুন বছরে সবাইকে একতাবদ্ধভাবে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে কাজ করার আহবান জানান।
নতুন বছরকে স্বাগত জানিয়ে এসময় তিনি অতীতের দুঃখ, কষ্ট ও দুর্ভাগ্যকে পেছনে ফেলে নতুন আশা ও উৎসাহ নিয়ে সবার সহযোগিতায় লিডিং ইউনিভার্সিটিকে সামনে এগিয়ে নিতে সম্মিলিতভাবে কাজ করার কথা বলেন।

নববর্ষ সবার জন‍্য অনাবিল শান্তি ও সুখের হোক এই কামনায় সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানান ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান সৈয়দ আব্দুল হাই।

ঐতিহ্যের উত্তরাধিকার বাংলা নববর্ষ সকলের জন্য কল্যাণকর হোক এই প্রত্যাশায় সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে লিডিং ইউনিভার্সিটির উপাচার্য অধ‍্যাপক ড. মোহাম্মদ তাজ উদ্দিন বলেন, নববর্ষ উদযাপনের মধ‍্য দিয়ে ঐক্য ও অসাম্প্রদায়িক চেতনা জাগ্রত হয়। ধর্ম-বর্ণ নির্বিশেষে সমগ্র বাঙালি জাতি নববর্ষকে নবচেতনা এবং নতুন অঙ্গীকারের সঙ্গে গ্রহণ করে আসছে উল্লেখ করে তিনি আরো বলেন, এই দিনে মানুষ বিগত বছরের দুঃখ, বোঝা ও হতাশাকে দূরে সরিয়ে রেখে সম্প্রীতি, বন্ধুত্ব, আনন্দ ও ভালোবাসার চেতনায় একত্রিত হয়। তিনি এই দিনে সবাইকে সুখী, সমৃদ্ধ, শান্তিপূর্ণ ও প্রাণবন্ত একটি বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করার আহবান জানান। শুভেচ্ছা প্রদান অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান কাজী মো. জাহিদ হাসান।

লিডিং ইউনিভার্সিটির কালচারাল ক্লাব
সদস্যদের জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে শুরু হওয়া বর্ষবরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ব‍্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ‍্যাপক ড. বশির আহমেদ ভূঁইয়া, আধুনিক বিজ্ঞান অনুষদের ডিন অধ‍্যাপক ড. মোহাম্মদ কামরুজ জামান ভূঁইয়া, কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন ড. মো. রেজাউল করিম, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম, ট্রাস্টি বোর্ডের সচিব ইঞ্জিনিয়ার মো. লুৎফর রহমান, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও বর্ষবরণ ১৪৩২ উদযাপন আয়োজক কমিটির আহবায়ক মো. মাহবুবুর রহমান, পরিচালক অর্থ ও হিসাব মোহাম্মদ কবির আহমেদ, পরীক্ষা নিয়ন্ত্রক অধ‍্যাপক মো. কবির আহমেদ, লাইব্রেরিয়ান মো. আব্দুল হাই ছামেনি, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।

লিডিং ইউনিভার্সিটির কালচারাল ক্লাবের সদস্য মিথিলার সঞ্চালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে দলীয় সঙ্গীত ‘এসো হে বৈশাখ’ গান পরবর্তী বিভিন্ন গান, কবিতা ও নৃত্য পরিবেশন করেন তারা ক্লাবের সদস্যরা। অনুষ্ঠানে অতিথি শিল্পী হিসেবে গান পরিবেশন করেন বিশ্ববিদ্যালয়ের পরিচালক অর্থ ও হিসাব মোহাম্মদ কবির আহমেদের সুযোগ‍্য কন্যা নাবিহা আহমেদ। সাংস্কৃতিক অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কালচারাল ক্লাব উপদেষ্টা মো. ফরহাদ হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories