নিজস্ব প্রতিবেদকঃ
“কোথায় যাবো! কার কাছে যাবো! টাকা খোয়া যাবেনাতো!! আমার কি হবে? আমি কি পারবো? এসব টেনশন চিন্তা যাদের মাথায় নিত্যদিন ঘুরপাক খাচ্ছে তাদের জন নির্ভরযোগ্য পরিক্ষিত রিক্রোটিং প্রতিষ্ঠান পাইওনিয়ার্স।
===========================================
“এ প্রজন্মের ছাত্র ছাত্রী যারা উচ্চশিক্ষায় ইউরোপ সহ পৃথিবীর উন্নত বিভিন্ন দেশে যারা পাড়ি দিতে চান, তাদের জন্য শতভাগ বিশ্বস্ত পাইওনিয়ার্স
===========================================
পাইওনিয়ার্সের অর্জন ও বৈশিষ্ট্য সমুহঃ-
* শুরু থেকে এ পর্যন্ত সফলতার সহিত প্রায় সাড়ে চারশত (৪৫০) ছাত্র ছাত্রীর ভিসা প্রাপ্তি সহ বিদেশ গমন।
* কোনো প্রকার জামানত বা চুক্তি বিহীন ভর্তি।
* সকল প্রকার টিপস পরামর্শ প্রথম থেকে শেষ পর্যন্ত ফ্রী।
* অকৌশল জিম্মি করে টাকা গ্রহন সম্পুর্ন হয়রানি মুক্ত।
* স্পষ্ট ডকুমেন্টসের ভিত্তিতে নিদ্রিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের ফি গ্রহণ অথবা ছাত্র ছাত্রী চাইলে নিজেরা ও ব্যাংকের মাধ্যমে ফি পাঠানোর সকল প্রকার সহযোগিতা করা হয়।
* এপয়েন্টমেন্ট ভিসা পাসপোর্ট প্রসেসিং এ কোনো তৃতীয় পক্ষের দোহাই নেই সরাসরি শিক্ষার্থী ও পাইওনিয়ার্স মিলে করা হয়, বিধায় শিক্ষার্থীদের মনে কোনো প্রকার সন্দেহ সংশয় দ্বিধা মুক্ত আনন্দঘন পরিবেশে সম্পুর্ন পক্রিয়া সম্পন্ন করে একজন শিক্ষার্থীর স্বপ্ন বাস্তবায়নে পাইওনিয়ার্স বদ্ধপরিকর।
যেসব দেশ নিয়ে বর্তমানে পাইওনিয়ার্স কাজ করছেঃ- যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ডেনমার্ক, ও সাইপ্রাস।
তাই নির্দ্বিদায় ফ্রী পরামর্শ নিতে চলে আসুন পাইওনিয়ার্স সিলেট অফিসে……
যোগাযোগঃ জয়েন্ট মার্কেট সুনামগঞ্জ রোড আম্বরখানা, ম্যানেজার শহিদুল হাসান মিঠু, মোবাইল নাম্বার +8801746467395-
লন্ডন অফিসঃ-ডাইরেক্টর ও ফাউন্ডার মাওলানা আব্দুল কাইয়ুম মোবাইল নাম্বার +44 7415 794479.
‘9 মিলন পার্ক গার্ডেন্স গ্লাসগো G41 1DN. Uk.
আপনার স্বপ্নের অভিযাত্রী’ পাইওনিয়ার্স’
একটি ব্রিটিশ কাউন্সিল সার্টিফিকেটস স্টুডেন্ট,স রিক্রোটিং এজেন্ট।