নিজস্ব প্রতিবেদকঃ
সিলেট ডেভেলপমেন্ট কাউন্সিল এর কার্যালয় লামাবাজারে মহা নগর কমিটির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
১৯ শে এপ্রিল শনিবার কাউন্সিল কার্যালয়ে মহানগর কমিটির আহ্বায়ক মো: ফকরুজ্জামান পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিলেট ডেভেলাপমেন্ট কাউন্সিল এর প্রতিষ্টাতা সভাপতি খন্দকার মামুন আলী আখতার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সভাপতি মো: আবুল কালাম।
আলোচনার মুল বিষয় ছিলো সিলেটের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও সংস্কৃতির সুস্হ প্রসার ঘঠিয়ে আমাদের পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎ সুগম করার বিষয় নিয়ে গুরুত্বারোপ করা সহ সুস্থধারার রাজনীতি, সমাজ উন্নয়ন, সহাবস্থান
কামনা করে সিলেট ডেভেলপমেন্ট কাউন্সিল,র সভায় বক্তব্য প্রদান করেন বক্তারা এসময় সবার বক্তব্যের উপসংহারে গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে ঐক্যমত পোষন করে বাস্তবসম্মত উদ্যোগ গ্রহনে সিদ্ধান্ত গৃহীত হয়।
তা হলো নিম্নরুপ
*সিলেট প্রদেশ চাই *সিলেট নগরের হকার মুক্ত ফুটপাত ও রাস্তা চাই *জলাবদ্ধতা নিরসনে সুরমা নদী খনন চাই *যানযট নিরসনে আদর্শ ট্রাফিক ব্যবস্হা চাই *চাহিদা অনুপাতে কর্ম সংস্হানের ব্যবস্হা চাই, বিবিধ।
উপস্থিত থেকে আরো বক্তব্য রাখেন আব্দুল মালিক, আব্দুল হান্নান, মোঃ আক্তারুজ্জামান, ইমরান চৌধুরী, হেলাল খান, জালাল আহমেদ, উস্তার আলী, ঈশা তালুকদার, মিজান বিন বদরুল সহ আরও অনেকে।