নিজস্ব প্রতিবেদকঃ
আর রহমান এডুকেশন ট্রাস্ট,র ২০২৫ সালের ৩৮ তম ডিপ টিউবওয়েল স্থাপন শেষে উদ্বোধন।
মানবতার কল্যাণে আমরা আপনাদের পাশে প্রতিপাদ্যকে সামনে রেখে দেশ- বিদেশব্যাপী পরিচালিত মানবকল্যাণমূলক স্বেচ্ছাসেবী সংগঠন “আর রহমান এডুকেশন ট্রাস্ট” এর ২০২৫ সালের ৩৮তম ডিপ টিউবওয়েল এর উদ্বোধন গত ২৮ জুন সুনামগঞ্জ জেলাস্থ ছাতক উপজেলায় অনুষ্ঠিত হয়। এবারের প্রজেক্ট প্লেস ছিল বরাটুকার দক্ষিণ কুরশি জালাল উদ্দীন সাহেবের বাড়ি।
প্রজেক্টটির কো,অর্ডিনেটর এর দায়িত্ব পালন করেন অত্র এলাকার বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী আবুল কালাম। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আর রহমান এডুকেশন ট্রাস্টের সদস্য ইমদাদুল হক যুবায়ের।
উদ্বোধন শেষে মোনাজাত পরিবেশন করেন
স্থানীয় ইমাম হযরত মাওলানা শামসুল আলম। এছাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন জালাল উদ্দিন, আনা মিয়া, ফয়সল আহমদ, তাজ উদ্দিন, মনির মিয়া প্রমুখ।
প্রজেক্ট বাস্তবায়নে অর্থ দান করেছেন ইউকে লুটন প্রবাসী মরহুমা হাজিয়া শৈরুন নেছা খাতুন এর পরিবারের সদস্য বৃন্দ।