নিজস্ব প্রতিবেদকঃ
সিলেটের বিশ্বনাথে উপজেলার লামাকাজী রাগীব রাবেয়া উচ্চ বিদ্যালয় ও কলেজে এসএসসি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বুধবার (২৩ জুলাই) দুপুরে বিদ্যালয়ের হলরুমে ‘সোনাপুর চ্যারিটি গ্রুপ’র এডমিন যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্জ আজিজুর রহমানের পক্ষ থেকে বিদ্যালয়ের ২০ জন শিক্ষার্থীকে ওই সংবর্ধনা প্রদান করা হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. কামাল মিয়া।
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক গৌতম চন্দ্র সাহা এর সভাপতিত্বে ও চ্যারিটি সদস্য মো. এখলাছ মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেসক্লাব ও চ্যারিটি সদস্য ফারুক আহমদ, চ্যারিটি সদস্য মো. শাহাব উদ্দিন মিজান, তারেকুল ইসলাম।
শুরুতেই পবিত্র কোরআন তিলাওয়াত করেন ক্বারী আশরাফ হোসাইন এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন সংবর্ধিত শিক্ষার্থী ফারিহা বেগম।
এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক মো. নায়েব আলী, হোসাইন আহমদ, শুক্লা দেবী, শংকর চন্দ্র পাল, রুজিনা বেগম, মিটু আহমদ, কামরুন নাহার পলি, সাংবাদিক আক্তার হোসাইন, চ্যারিটি সদস্য রুবেল মিয়া, মাহবুব হাসান প্রমুখ।