নিজস্ব প্রতিবেদকঃ
বিশ্বনাথের অলংকারিতে সাবিলিল্লাহ প্রজেক্টের পরিচালনায় ২য় আলমাছ আলী ও সালেহা বেগম হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন।
সাবিলিল্লাহ প্রজেক্টের বাংলাদেশ প্রধান আজম আলীর সভাপতিত্বে ও সদস্য মাষ্টার মাসুক আহমদের পরিচালনায় সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মনোহর আলী সাবেক অধ্যক্ষ কামাল বাজার ফাজিল মাদ্রাসা, তিনি বলেন আলমাছ আলী ও সালেহা বেগম প্রবর্তিত হিফজুল কোরআন প্রতিযোগিতা এই অপসংস্কৃতির যুগে একটি মাইল ফলক হিসেবে আবির্ভূত হয়েছে, এবং কুরআনের শিক্ষার বিস্তারে এই অঞ্চলে আলোর মশাল হিসেবে ভুমিকা রাখছে, আমি দোয়া করি তাদের জন্য এবং আশাকরি ধারাবাহিকভাবে এই দিনের খেদমত তারা চালিয়ে যাবেন।
স্বাগত বক্তব্য রাখেন আনোয়ার হোসেন সদস্য সাবিলিল্লাহ প্রজেক্ট ও ইনচার্জ ইসলামি ব্যাংক এজেন্ট ব্যাংকিং কামাল বাজার শাখা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা বুরহান উদ্দিন, আব্দুল ওয়াহাব অধ্যাপক রাগীব রাবেয়া ডিগ্রি কলেজ কামাল বাজার, মকব্বির আলী সহকারী প্রধান শিক্ষক সিরাজ উদ্দিন আহমদ একাডেমি দক্ষিণ সুরমা, গোলাম রব হাছনো প্রধান শিক্ষক রহিম পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সমাজ সেবক রেদোয়ান আহমদ, আব্দুল জলিল, আব্দুল মজিদ বিএসসি, মাওলানা হাবিবুর রহমান সহকারী শিক্ষক কামাল বাজার ফাজিল মাদ্রাসা, আব্বাস হোসেন ইমরান সাবেক সাধারণ সম্পাদক বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়ন।
আরো উপস্থিত ছিলেন সাবিলিল্লাহ প্রজেক্টের সদস্য আনোয়ার হোসেন ইনচার্জ ইসলামি ব্যাংক এজেন্ট ব্যাংকিং কামাল বাজার শাখা, ড্রিম লাইনার ইনস্টিটিউটের সিও শেখ লায়েছ আহমদ, ফজলু মিয়া, ইউসুফ আলী, মনসুর আলী, মোঃ নুরুজ্জামান, রাকিব আহমদ রুবেল, আহমদ আলী, সুলতান আহমদ, বুরহান উদ্দিন।
২৫ শে অক্টোবর শনিবার সকাল ৯ টায় শুরু হওয়া দিনব্যাপী এ হিফজ প্রতিযোগিতায় সিলেট ও সুনামগঞ্জ জেলার প্রায় ৩০ টি হাফিজিয়া মাদ্রাসার ২৫৩ জন হাফিজ শিক্ষার্থী অংশগ্রহণ করে, দক্ষ পরিক্ষক দ্বারা পরিচালিত এ প্রতিযোগিতা বিকাল ৩ টায় শেষ হয়। চুড়ান্ত বিবেচনায় ১ম ২য় তৃতীয় ও সাধারণ ক্যাটাগরিতে ১০ জন প্রতিযোগি কৃতকার্য হন।
তারা হলেন, প্রথম স্থান অধিকারী আদনান হোসেন মাহদি জামেয়া ইসলামিয়া ফরিদাবাদ মাদ্রাসা সিলেট, দ্বিতীয় স্থান অধিকারী মোহাম্মদ আহমদ হোসাইন মাদ্রাসায়ে মদিনাতুল উলুম খিত্তা গোপশহর, তৃতীয় স্থান অধিকারী আব্দুল হামিদ জামেয়া ইসলামিয়া ফরিদাবাদ সিলেট।
সাধারণ স্থান অর্জনকারী আরিফুল ইসলাম রিফাত ঝামুক ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা ছাতক সুনামগঞ্জ, ইসমাইল আহমদ জামেয়া রহমানিয়া তাহফিজুল কোরআন মাদ্রাসা বিয়ানীবাজার, শাহিনুর রহমান ইয়াকুবিয়া হিফজুল কোরআন মাদ্রাসা ধারন ছাতক সুনামগঞ্জ, হোসাইন আহমদ ইমরান জামেয়া মাদানিয়া ফরিদাবাদ সিলেট, মারজানুল হক মৌলভী ফুরকান উল্লাহ নুরানি হাফিজিয়া মাদ্রাসা পালেরচক বিশ্বনাথ, মাহদি হাসান আফফান জামেয়া ইসলামিয়া ফরিদাবাদ সিলেট, মোহাম্মদ সানাওয়ার হোসেন হাজি আব্দুল গনি সন্স এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসা রামধানা বিশ্বনাথ, সালেহ আহমদ পনাউল্লা বাজার দারুসসুন্নাহ হাফিজিয়া মাদ্রাসা বিশ্বনাথ, মাহমুদুল হাসান সিয়াম ঝামক ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা ছাতক সুনামগঞ্জ, সাব্বির আহমদ ঝামক ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা ছাতক সুনামগঞ্জ।
সমাপনী বক্তব্যে সাবিলিল্লাহ প্রজেক্টের বাংলাদেশ টিম প্রধান আজম আলী আলমাছ আলী ও সালেহা বেগম হিফজুল কোরআন প্রতিযোগিতায় আগত সকল অতিথিবৃন্দ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থী, শিক্ষক, অবিভাবক, পরিক্ষক, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।