April 20, 2025, 1:28 am
Headline :
সিলেট ডেভেলাপমেন্ট কাউন্সিল মহানগর কমিটির জরুরী সভা অনুষ্টিত খেলাধুলা সামাজিক বন্ধন অটুট রাখে, রামপাশায় ফুটবল টুর্নামেন্ট,র ফাইন্যাল অনুষ্টানে প্রধান অতিথি——-খছরুজ্জামান খছরু সমাজকর্মি হাবিবুর রশিদ জনির প্রতিবাদ বিবৃতি হাছন রাজা লোক সাহিত্য ও সংস্কৃতি পরিষদ এর ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি গঠন বিশ্বনাথে সাংবাদিকদের বিরুদ্ধে অপ-প্রচারকারী ৪ জনকে নিঃশর্ত ক্ষমা চাইতে তিন দিনের আল্টিমেটাম প্রদান উচ্চশিক্ষায় বিদেশে যারা পাড়ি দিতে চান, তাদের জন্য শতভাগ বিশ্বস্ত প্রতিষ্ঠান পাইওনিয়ার্স রিক্রোটিং এজেন্ট বিশ্বনাথ,র খাজাঞ্চীতে মিতালি যুব সংঘ তবল পুর ফাইন্যাল অনুষ্ঠিত, যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই—–খছরুজ্জামান খছরু অপ-সাংবাদিকতা রোধে যৌথভাবে মোকাবিলা করার প্রত্যয়, বিশ্বনাথে কর্মরত তিনটি প্রেসক্লাব সাংবাদিকদের যৌথ সভায় সিদ্ধান্ত ওসমানী নগরে গোয়ালাবাজার আদর্শ গণপাঠাগার,র কমিটি গঠন, সভাপতি নির্মল চন্দ্র, সাধারণ সম্পাদক আব্দুল মুকিত, সাংগঠনিক আরজু মিয়া বিশ্বনাথ,র দশঘর ইউনিয়নে মিয়ার বাজার ক্রিড়া সংস্থা কর্তৃক মিয়ার বাজার প্রিমিয়ার লীগ ফুটবল সিজন ৪’ উদ্বোধন
Notice :

বিশ্বনাথে বর্গাচাষির বেগুন ক্ষেত উ-প-ড়ে ফেলে এ কেমন প্র-তি-শো-ধ!

নিজস্ব প্রতিবেদকঃ

সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের কামলপুর (বন্ধুয়া) গ্রামের বর্গাচাষি আরশ আলীর ১৫শতক জায়গার উপর রোপনকৃত তাল বেগুণের গাছ উপড়ে ফেলেছে একদল দৃবৃত্তরা।
গত মঙ্গলবার (১৮মার্চ) দিবাগত রাত ৩টার দিকে কামালপুর (বন্ধুয়া) গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কৃষক আরশ আলী বাদী হয়ে বিশ্বনাথ থানায় ৩জনের নামে একটি অভিযোগ দায়ের করেন। অভিযুক্তরা হলেন, একই গ্রামের আব্দল আলী, সায়মন, ইমন।
অভিযোগে তিনি উল্লেখ করনে, গ্রামের আশিক আলীর ১৫শতক জমিতে তিনি ৩৫থেকে ৪০হাজার টাকা খরচ করে তাল বেগুন চাষ করেন। দীর্ঘ পরিশ্রমের পর সবেমাত্র গাছে বেগুণ ধরা পড়েছে। সপ্তাহ খানেক আগে ১০হাজার টাকার বেগুণ বিক্রিও করেছেন। কিন্তু পূর্ব বিরুধের জেরে গতরাতে অভিযুক্তরা সব বেগুন গাছ উপড়ে ফেলে দিয়েছে। এজহারে বাদী উল্লেখ করেছেন, তার পুত্র ইব্রাহিম সিলেট রেল গেইট থেকে সবজি বিক্রি করে সেহরির সময় বাড়ি ফিরছিলেন। এসময় হঠাৎ দেখতে পায় তাদের বেগুণ ক্ষেতে কেবা কারা সব বেগুন গাছ কেটে উপড়ে ফেলছে। বাধাঁ দিতে চাইলে তাকে মেরে ফেলার হুমকি দিলে তিনি বাড়িতে চলে আসেন এবং পরিবারের সকলকে বিষয়টি জানালে তারা জমিতে গেলে অভিযুক্তরা পালিয়ে যায়। এঘটনায় বাদী আরশ আলী ৪জনের নাম উল্লেখ করে বিশ্বনাথ থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগে ক্ষয় ক্ষতির পরিমাণ আড়াই লাখ টাকা উল্লেখ করেছেন।
এ ব্যাপারে সকল অভিযোগ মিথ্যা দাবি করে অভিযুক্ত ইমন বলেন, আরশ আলী গংরা গত ১মার্চ আমার ভাইকে মারপিট করে গুরুত্বর জখম করেছে। আমরা থানায় মামলা দিয়েছি। এ ঘটনাকে ভিন্ন খাতে নিতে সাজানো নাটক করে থানায় আমাদের নামে অভিযোগ দিয়েছে। খবর নিলে এলাকাবাসির কাছ থেকে প্রমান পাওয়া যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories