নিজস্ব প্রতিবেদকঃ
সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের কামলপুর (বন্ধুয়া) গ্রামের বর্গাচাষি আরশ আলীর ১৫শতক জায়গার উপর রোপনকৃত তাল বেগুণের গাছ উপড়ে ফেলেছে একদল দৃবৃত্তরা।
গত মঙ্গলবার (১৮মার্চ) দিবাগত রাত ৩টার দিকে কামালপুর (বন্ধুয়া) গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কৃষক আরশ আলী বাদী হয়ে বিশ্বনাথ থানায় ৩জনের নামে একটি অভিযোগ দায়ের করেন। অভিযুক্তরা হলেন, একই গ্রামের আব্দল আলী, সায়মন, ইমন।
অভিযোগে তিনি উল্লেখ করনে, গ্রামের আশিক আলীর ১৫শতক জমিতে তিনি ৩৫থেকে ৪০হাজার টাকা খরচ করে তাল বেগুন চাষ করেন। দীর্ঘ পরিশ্রমের পর সবেমাত্র গাছে বেগুণ ধরা পড়েছে। সপ্তাহ খানেক আগে ১০হাজার টাকার বেগুণ বিক্রিও করেছেন। কিন্তু পূর্ব বিরুধের জেরে গতরাতে অভিযুক্তরা সব বেগুন গাছ উপড়ে ফেলে দিয়েছে। এজহারে বাদী উল্লেখ করেছেন, তার পুত্র ইব্রাহিম সিলেট রেল গেইট থেকে সবজি বিক্রি করে সেহরির সময় বাড়ি ফিরছিলেন। এসময় হঠাৎ দেখতে পায় তাদের বেগুণ ক্ষেতে কেবা কারা সব বেগুন গাছ কেটে উপড়ে ফেলছে। বাধাঁ দিতে চাইলে তাকে মেরে ফেলার হুমকি দিলে তিনি বাড়িতে চলে আসেন এবং পরিবারের সকলকে বিষয়টি জানালে তারা জমিতে গেলে অভিযুক্তরা পালিয়ে যায়। এঘটনায় বাদী আরশ আলী ৪জনের নাম উল্লেখ করে বিশ্বনাথ থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগে ক্ষয় ক্ষতির পরিমাণ আড়াই লাখ টাকা উল্লেখ করেছেন।
এ ব্যাপারে সকল অভিযোগ মিথ্যা দাবি করে অভিযুক্ত ইমন বলেন, আরশ আলী গংরা গত ১মার্চ আমার ভাইকে মারপিট করে গুরুত্বর জখম করেছে। আমরা থানায় মামলা দিয়েছি। এ ঘটনাকে ভিন্ন খাতে নিতে সাজানো নাটক করে থানায় আমাদের নামে অভিযোগ দিয়েছে। খবর নিলে এলাকাবাসির কাছ থেকে প্রমান পাওয়া যাবে।