নিজস্ব প্রতিবেদকঃ
সিলেটের বিশ্বনাথের খাজাঞ্চীতে অবস্থিত প্রাচীন শাহী ঈদগাঁ,র মধ্যে অন্যতম ছৈফাগঞ্জ ঈদগাহে ঈদের জামাতে মানুষের ঢল, সংস্কার সহ আধুনিকায়নের উদ্যোগ গ্রহন।
৩১ শে মার্চ পহেলা শাওয়াল রোজ সোমবার সকাল ৮,৩০ শে সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহের সমবয়সী বিশ্বনাথের খাজাঞ্চীতে অবস্থিত ছৈফাগঞ্জ শাহী ঈদগাহে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে উৎসাহ উদ্দীপনায় খাজাঞ্চী ও অলংকারি ইউনিয়নের ৭ টি গ্রামের জনসমাগমের মাধ্যমে অনুষ্ঠিত হলো উত্তর বিশ্বনাথের সবচেয়ে বড় শাহী ঈদগাহে পবিত্র ঈদুল ফিতর নামাজের ঈদের জামাত।
এবারের ঈদুল ফিতরের ঈদের জামাতে ২টি নতুন সংযোজন যুক্ত হওয়ার মাধ্যমে এলাকায় এই ঈদগাহ নিয়ে নতুনভাবে চাঞ্চল্যতা সৃষ্টি হয়েছে যার একটি হলো দীর্ঘদিন পর নতুন পরিচালনা কমিটি ও অপরটি ঈদগাহ সংস্কার সহ আধুনিকায়নের উদ্যোগ গ্রহন।
বিশেষ করে ঈদগাহ,র আধুনিকায়নে বর্তমান তরুণ প্রজন্ম ও প্রবাসীদের আগ্রহ এলাকায় বেশ সাড়া ফেলেছে, অনেকে ঈদগাহের বিভিন্ন লাইভ দেখে নিজ থেকে সহযোগীতায় এগিয়ে আসতেছেন যা পরিচালনা কমিটিকে উৎসাহিত করেছে বলে স্বীকার করেছেন কমিটির দায়িত্বশীলরা।
জানতে চাইলে কমিটির সভাপতি গোলাম রব হাছনু বলেন দেখুন প্রবাসীরা এই এলাকার সন্তান তারাও এখানে ঈদের জামাত পড়েছেন এখানে তাদের পুরোনো দিনের অনেক সৃতি পড়ে আছে, আবেগ অনুভুতি তাদেরকে এই সংস্কার ও আধুনিকায়নে তাড়িত করেছে, আমরা পরিচালনা কমিটির পক্ষ থেকে তাদের কে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা সহ আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।
সাধারণ সম্পাদক মোঃ ময়নুল ইসলাম ওমরা পালনে সৌদিতে থাকায় তিনিও প্রতিবেদকের কাছে পাঠানো এক বার্তায় সবাই কে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
এ,ব্যাপারে কথা বলতে চাইলে কোষাধ্যক্ষ আপ্তাব আলী বলেন এই ঈদগাহ আমাদের পূর্ব পুরুষরা তৈরী করে গেছেন, এটার সুষ্ঠু রক্ষণাবেক্ষণ আমাদের নৈতিক দায়িত্ব, আমি বিশেষ করে প্রবাসীদের ধন্যবাদ জানাই তারা আমাদের কে এই ঈদগাহ,র উন্নয়নে এগিয়ে এসে আর্থিক ভাবে সহযোগিতার জন্য।
জামাত পূর্ব আলোচনায় এই ঈদগাহ,র অবদান এলাকার ঐক্য শৃঙ্খলা শান্তির কথা স্মরণ করেন পরিচালনা কমিটির সাবেক সভাপতি, ছৈফাগঞ্জ সুলতানিয়া দাখিল মাদ্রাসার (সুপার) মাওলানা আব্দুর রউফ।
প্রতিক্রিয়া জানতে চাইলে বাংলাদেশ পোয়েটস ক্লাবের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বেদনার…সুরে বলেন বিগত দিনে আমি বা আমার বয়সী যারা এই ঈদগাহে একসাথে নামাজ পড়েছি তারা আজ অনেকেই পরপারে পাড়ি দিয়েছেন আজ তাদের কথা খুব-ই মনে পড়ছে, আজকের এই পবিত্র দিনে মহান মাবুদের দরবারে তাদের রুহের আত্বার মাগফিরাত কামনা করছি।
বৃহত্তম এই ঈদের জামাতের ইমামতি করেন মাওলানা হাবিবুর রহমান, সহঃ প্রধান শিক্ষক কামাল বাজার ফাজিল মাদ্রাসা।
উপস্থিত ছিলেন পরিচালনা কমিটির সভাপতি মোঃ গোলাম রব হাসনু, সহসভাপতি, সাজ্জাদ আলী সাবেক মেম্বার, লতিব আলী, সহসাধারণ সম্পাদক মতিন মিয়া বর্তমান মেম্বার, মোহাম্মদ আব্দুল্লাহ, কোষাধ্যক্ষ আপ্তাব আলী, সহকোষাধ্যক্ষ আব্দুন নুর, আবুল কালাম আজাদ।
সদস্য মৌরশ আলী বর্তমান মেম্বার, আকদ্দুছ আলী, সমশের আলী, তুরন মিয়া, আব্দুল কাদির, মাসুক মিয়া, আমির আলী, মনির মিয়া, আব্দুল কাদির, ইউনুছ আলী, দুদু মিয়া, রইছ আলী, সুন্দর আলী, ফারুক মিয়া, শাহানুর আলী, ফারুক মিয়া, আলা উদ্দিন, জমির আলী, আহমদ আলী ও মঈনুল ইসলাম।