হাফেজ মাহমুদুল হাসান
মোহনগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ
নেত্রকোনা জেলা কেন্দ্রীয় বড় মসজিদে
হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ এর উদ্যোগে।
২৯ তম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায়,নেত্রকোনা জেলা বাচাই পর্বে, মোহনগঞ্জ জামিয়া মাদানিয়া মাদরাসার হিফজ বিভাগের ছাত্র।
মোহনগঞ্জ ও খালিয়াজুড়ি জোনের মুহাম্মদ আরাফাত হুসাইন ২০ পারা গ্রুপে অষ্টম স্থান বিজয়ী হয়েছেন, মুহতামিম মাওলানা মাসুম আহমেদ সাহেব উনার হাতে গড়া প্রান প্রিয় প্রতিষ্ঠান, ও ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ জামিয়া মাদানিয়া মাদ্রাসা নওহাল, মোহনগঞ্জ, নেত্রকোণা, এর সাফল্যতা অর্জন করেছেন।
জামিয়া মাদানিয়া মাদরাসার,
আজকের এই সাফল্যের কারিগর হিফজ বিভাগের প্রধান শিক্ষক হাফেজ ফয়জুল্লাহ সাহেব ও সহকারী হিসেবে রয়েছেন
হাফেজ মাও: মুক্তাদির সাহেব,
হাফেজ মুজাম্মিল সাহেব আমরা সকল ছাত্র উস্তাদের দোয়ার প্রত্যাশী আল্লাহ তায়ালা যেন হুজুরদের ও ছাত্রদের কে নেক হায়াত দান করেন, আমিন।
২০পারা গ্রুপের অষ্টম স্থান অর্জন কারী, মোহনগঞ্জ উপজেলা ৫নং সহিলদেও গ্রামের কৃতি সন্তান মো: আরাফাত হেসাইন, পিতা: আব্দুস সাত্তার।
আমরা সকলেই তার উজ্জল ভবিষ্যৎ কামনা করি।