নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এর কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট অঞ্চল পরিচালক মাওলানা ফারুক আহমদ বলেন-
এইবারের বিজয় দিবসকে বিশেষ করে মনে করি, যেহেতু ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের যে লক্ষ্য-উদ্দেশ্য ছিল একটি বৈষম্যহীন, শোষণমুক্ত গণতান্ত্রিক সমাজ ও রাষ্ট্রকে নির্মাণ করা। ২০২৪ এসেও সেই বৈষম্যের বিরুদ্ধে কিন্তু তরুণ প্রজন্মকে আন্দোলন করতে হয়েছে। এটা স্পষ্ট যে গত ৫৩ বছরে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা পূরণ হয়নি। যার কারণে কিন্তু এখন গোটা বাংলাদেশের নাগরিকদের মধ্যে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষায় নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য রাষ্ট্র সংস্কারের একটা জোড়ালো দাবি উঠেছে।
গতকল্য ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট জেলা শাখা কর্তৃক আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জনাব ফারুক আহমদ উপরোক্ত কথা গুলো বলেন।
জেলা সভাপতি ফখরুল ইসলাম খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা সহসভাপতি কামরুজ্জামান খান ফয়সল ও আতিকুল ইসলাম, জেলা সহকারী সাধারণ সম্পাদক আব্দুল মুমিন ও মাজহারুল হক, দপ্তর সম্পাদক মুহাম্মদ আল আমীন।
উপস্থিত ছিলেন শাহীন আহমদ রাজু, ডাঃ সাইফুল ইসলাম, এনাম উদ্দিন, গিয়াস উদ্দিন, মুনিবুর রহমান পাবেল, মালেক আহমদ, আল আমীন খান প্রমূখগণ। প্রেস বিজ্ঞপ্তি।