নিজস্ব প্রতিবেদকঃ
আলহাজ্ব লজ্জতুন নেছা বহুমুখী উচ্চবিদ্যালয়ের ৪০’ বছর পুর্তি উদযাপন উপলক্ষে যুক্তরাজ্যে প্রতিষ্ঠিত খাজাঞ্চী ইউনিয়ন ভিত্তিক সংঘঠন ভি সেভেনে,র পক্ষ হতে শুভেচ্ছা জ্ঞাপন।
বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নে ১৯৮৪ সালে প্রথম প্রতিষ্ঠিত আলহাজ্ব লজ্জতুন নেছা মাধ্যমিক বিদ্যালয়ের ৪০ বছর পূর্তি উদযাপনের সফলতায় ভি সেভেনের পক্ষ হতে সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সংঘঠনের দায়িত্বশীল বৃন্দ।
সংঘঠনের পক্ষ হতে আহবায়ক আশরাফ আহমদ কর্তৃক প্রতিবেদকের কাছে পাঠানো এক বার্তায় তারা বলেন, খাজাঞ্চী ইউনিয়নের বার বার নির্বাচিত সাবেক সফল চেয়ারম্যান সালিশ জগতের উজ্জ্বল নক্ষত্র সর্বজন শ্রদ্ধেয় মরহুম পীর মোহাম্মদ লিয়াকত হোসেইনের (প্রতিষ্ঠিত) হাতে গড়া শিক্ষা প্রতিষ্ঠান আলহাজ্ব লজ্জতুন নেছা বহুমুখী উচ্চবিদ্যালয়ের ৪০ বছর রুবি জয়ন্তী পুনর্মিলন যেনো সফল ও স্বার্থক ভাবে অনুষ্ঠিত ও সমাপ্তি হয়, এজন্য আমার আমাদের সংঘঠন ভি সেভেনে,র পক্ষ হতে উদযাপন পরিষদের আহবায়ক কমিটির সকল সদস্য সহ আগত সাবেক বর্তমান ছাত্র ছাত্রী অবিভাবকদের জানাই উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছ।
এবং ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই প্রধান অতিথি সহ আগত সকল বিশেষ অতিথি বৃন্দদেরকে, এবং এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম পীর মোহাম্মদ লিয়াকত হোসেইন ও প্রতিষ্টাতা পরিবারের সদস্য মরহুম সাইফুর রহমান ছফা,র বিদেহী আত্বার মাগফিরাত কামনা করছি, আমিন।