নিজস্ব প্রতিবেদকঃ
বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন কর্তৃক আয়োজিত ২য় আন্ত ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট,র ফাইন্যাল খেলা সম্পন্ন হয়েছে, ট্রাইবেকারে অলংকারী ইউনিয়ন কে হারিয়ে দশঘর ইউনিয়ন চ্যাম্পিয়ান।
২৪ শে ফেব্রুয়ারী রোজ সমবার পৌরসভা সংলগ্ন পশ্চিম চান্দশীর কাপন মোহামেডান স্পটিং ক্লাবের মাঠে বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউ,কের আয়োজনে ও বাংলাদেশস্থ সমন্বয়কদের পরিচালনায় ২য় আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইন্যাল খেলা আয়োজনের মধ্য দিয়ে সফল পরিসমাপ্তি হয়েছে।
পরিচালনা কমিটির বাংলাদেশ সমন্বয়ক তারেক আহমদ খজির,র সভাপতিত্বে ও এস এনবির পরিচালক মোহাম্মদ আলী লিটনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিশ্বনাথ থানা অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মোহাম্মদ মুনতাসীর আলী কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব বাংলাদেশ খেলাফত মজলিস।
বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন ছৈফুল হক সাবেক চেয়ারম্যান বিশ্বনাথ সদর ইউনিয়ন, হাফিজ আরব খান বর্তমান চেয়ারম্যান দৌলতপুর ইউনিয়ন, মুজিব আহমদ মনির যুক্তরাষ্ট্র প্রবাসী, কাজী জামাল উদ্দিন সাবেক সভাপতি বিশ্বনাথ প্রেসক্লাব।
নির্ধারিত সময়ে উক্ত ফাইন্যাল খেলাটি অমীমাংসিত থাকায় ট্রাইবেকারের মাধ্যমে সমাপ্তি হলে চ্যাম্পিয়ান হয় দশঘর ইউনিয়ন প্রাইজ মানি নগদ এক লক্ষ টাকা এবং রানার্সআপ হয় অলংকারী ইউনিয়ন প্রাইজ মানি নগদ ৫০ হাজার টাকা।
এসময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশনের বাংলাদেশ সমন্বয়ক মোহাম্মদ দিলওয়ার হোসেন, সাহাব উদ্দিন সাবুল, হেলাল মিয়া (মেম্বার) সাইফ উদ্দিন, আব্দুল আহাদ, লিটন মিয়া, মামুন খান, ওয়াসিম উদ্দিন, মিসবাহ খান, সুহেল আহমদ, সেজু মিয়া।
খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন দশঘর ফুটবল দলের গোলকিপার আলী হোসেন।