April 19, 2025, 4:44 pm
Headline :
খেলাধুলা সামাজিক বন্ধন অটুট রাখে, রামপাশায় ফুটবল টুর্নামেন্ট,র ফাইন্যাল অনুষ্টানে প্রধান অতিথি——-খছরুজ্জামান খছরু সমাজকর্মি হাবিবুর রশিদ জনির প্রতিবাদ বিবৃতি হাছন রাজা লোক সাহিত্য ও সংস্কৃতি পরিষদ এর ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি গঠন বিশ্বনাথে সাংবাদিকদের বিরুদ্ধে অপ-প্রচারকারী ৪ জনকে নিঃশর্ত ক্ষমা চাইতে তিন দিনের আল্টিমেটাম প্রদান উচ্চশিক্ষায় বিদেশে যারা পাড়ি দিতে চান, তাদের জন্য শতভাগ বিশ্বস্ত প্রতিষ্ঠান পাইওনিয়ার্স রিক্রোটিং এজেন্ট বিশ্বনাথ,র খাজাঞ্চীতে মিতালি যুব সংঘ তবল পুর ফাইন্যাল অনুষ্ঠিত, যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই—–খছরুজ্জামান খছরু অপ-সাংবাদিকতা রোধে যৌথভাবে মোকাবিলা করার প্রত্যয়, বিশ্বনাথে কর্মরত তিনটি প্রেসক্লাব সাংবাদিকদের যৌথ সভায় সিদ্ধান্ত ওসমানী নগরে গোয়ালাবাজার আদর্শ গণপাঠাগার,র কমিটি গঠন, সভাপতি নির্মল চন্দ্র, সাধারণ সম্পাদক আব্দুল মুকিত, সাংগঠনিক আরজু মিয়া বিশ্বনাথ,র দশঘর ইউনিয়নে মিয়ার বাজার ক্রিড়া সংস্থা কর্তৃক মিয়ার বাজার প্রিমিয়ার লীগ ফুটবল সিজন ৪’ উদ্বোধন নববর্ষ আমাদের নিজস্ব ঐতিহ্য, সংস্কৃতি এবং সম্প্রীতির উৎসব লিডিং ইউনিভার্সিটিতে নববর্ষ উদযাপনে……..দানবীর ড. সৈয়দ রাগীব আলী
Notice :

লিডিং ইউনিভার্সিটির স্পোর্টস ক্লাবের আয়োজনে ফিউচারওয়ে কনসালটেন্সি টি-১০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন।

নিজস্ব প্রতিবেদকঃ

খেলাধুলার মাধ‍্যমে নিয়মানুবর্তিতা এবং এগিয়ে যাবার স্পৃহা তৈরি হয়
………..উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন
==========================================

লিডিং ইউনিভার্সিটির স্পোর্টস ক্লাবের আয়োজনে টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি ২০২৫) সকাল সাড়ে ১১টায় রাগীব রাবেয়া বাংলাদেশ স্পোর্টস একাডেমি মাঠে টুর্নামেন্টের ট্রফি উন্মোচন ও টুর্নামেন্ট উদ্বোধন করেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন। এসময় তিনি টুর্নামেন্ট আয়োজন করার জন‍্য লিডিং ইউনিভার্সিটির স্পোর্টস ক্লাবকে ধন্যবাদ জানিয়ে বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রয়োজনীয়তা রয়েছে। খেলাধুলাসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ‍্যমে নিয়মানুবর্তিতা এবং শিক্ষার্থীদের সামনে এগিয়ে যাবার স্পৃহা তৈরি হবে। এখানে জয়ী হতে হলে যেমন কঠোর পরিশ্রম করতে হয় তেমনি জীবনের প্রতিটি ক্ষেত্রেই ভালো অবস্থানে আসতে হলে কঠোর অধ‍্যাবসায় প্রয়োজন। খেলায় জয় পরাজয় বড় কথা নয়, এখানে যে নির্মল আনন্দ পাওয়া যায় সেটিই গুরুত্বপূর্ণ। তিনি এই টুর্নামেন্টের সফলভাবে সম্পন্ন করার জন‍্য আয়োজকদের প্রতি আহবান জানান।

লিডিং ইউনিভার্সিটি স্পোর্টস ক্লাবের উপদেষ্টা মো. মাহবুবুর রহমান বলেন, এবারের টুর্নামেন্টে লিডিং ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের ১২টিম অংশগ্রহণ করছে। তিনি খেলোয়াদেরকে শৃঙ্খলভাবে খেলায় অংশগ্রহণ করার আহবান জানিয়ে বলেন, এখান থেকে বাছাই করে ভালো খেলোয়াদেরকে নিয়ে লিডিং ইউনিভার্সিটির একটি টিম গঠন করা হবে যে টিম আন্তঃবিশ্ববিদ‍্যালয় প্রতিযোগিতাসহ অন‍্যান‍্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। পরিশেষে শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করার জন‍্য লিডিং ইউনিভার্সিটির উপচার্যকে ধন্যবাদ জানিয়ে তিনি সকল বিশ্ববিদ্যালয় এবং কলেজের অংশগ্রহণে আগামীতে বড় ধরনের একটি টুর্নামেন্ট আয়োজন করার কথা বলেন।

অনুষ্ঠানে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান কাজী মো. জাহিদ হাসান, ইলেকট্রিক‍্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান নিয়াজ মোর্শেদুল হক এবং লিডিং ইউনিভার্সিটি স্পোর্টস ক্লাবের সহ-উপদেষ্টা মো. সাজেদুল ইসলাম সরকারসহ ক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories