July 20, 2025, 4:31 pm
Headline :
সোনাপুর চ‍্যারিটি গ্রুপের সদস‍্যদের ‘আম কাঠালের’ অনুষ্ঠানে মিলনমেলা ও আলোচনা সভা ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনার শোক প্রকাশ বিশ্বনাথ,র রামপাশায় ৫ টি গভীর নলকুপ স্থাপন, প্রবাসীদের মতো বিত্তশালীরা এগিয়ে এলে মানুষের অভাব কমে যাবে–অধ্যাপক আব্দুল হান্নান বিশ্বনাথে ছাত্রদল নেতার বিরুদ্ধে চাঁ’দা’বা’জি’র অ’ভি’যোগ মি’থ্যা, অপপ্রচারে খাজাঞ্চী ইউনিয়ন বিএনপির নিন্দা বিশ্বনাথে শান্তি-সম্প্রীতির লক্ষ্যে পিএফজির মতবিনিময় সভা অনুষ্ঠিত বিশ্বনাথ,র লামাকাজীতে সোনাপুর চ্যারিটি গ্রুপের গভীর নলকুপ স্থাপন সহ প্র’তি’ব’ন্ধী’দের মাংস বিতরণ সিলেট ডেভেলপমেন্ট কাউন্সিল,র ১৩ তম প্রতিষ্টা বার্ষিকী পালন ইসলামি ঐক্যের প্রশ্নে সর্বোচ্চ ছাড় দিতে আমরা প্রস্তুত, শান্তি প্রতিষ্ঠায় দেশের মানুষ আলেম ওলামাদের দিকে তাকিয়ে আছে—-বিশ্বনাথে অধ্যাপক আব্দুল হান্নান বিশ্বনাথের খাজাঞ্চীতে আলহাজ্ব লজ্জতুন নেছা বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রাক্তন ছাত্র যুক্তরাজ্য প্রবাসী রেজাউর রহমান ওলী সংবর্ধিত নির্বাচন যতো দেরি হবে, দেশ ততো পিছিয়ে যাবে, বিনিয়োগ আসবে না সিলেটে—— মির্জা ফখরুল ইসলাম আলমগীর
Notice :

কনফিডেন্স কোচিং সেন্টারের উদ্যোগে গুণিজন সংবর্ধনায় মাওলানা আনিছুর রহমান সংবর্ধিত।

নিজস্ব প্রতিবেদকঃ

কনফিডেন্স কোচিং সেন্টারের উদ্যোগে গুনিজন সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত।

১৬ ই জুন সোমবার বিকালে কনফিডেন্স কোচিং সেন্টারে আয়োজিত উক্ত অনুষ্ঠানে কনফিডেন্স কোচিং সেন্টারের সহকারী শিক্ষক মিহাদ হাসানের পরিচালনায় ও কনফিডেন্স কোচিং সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক মোজাক্কির আহমেদ নাজুর সভাপতিত্বে
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবি খেলাফত মজলিস লন্ডন মহানগরীর সহ-সভাপতি লন্ডন আলহোদা একাডেমিক স্কুলের সাবেক প্রধান শিক্ষক, ইউকে রেগুলেটেড ইমিগ্রেশন অ্যাডভাইজার এস,এ এক্সপ্রেসের সিইও মাওলানা আনিসুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ সভাপতি বাংলাদেশ ইসলামি ছাত্র মজলিস ঢাকা মহানগরীর উত্তর এইচ এম শাহাব উদ্দিন, কোচিং সেন্টারের সহকারী শিক্ষিকা অন্না রুহি দাস, অর্পিতা রানী নাথ, প্রমুখ।

প্রধান অতিথি আনিসুর রহমান তাঁর বক্তব্যের সূচনাতে কোচিং সেন্টারের ভুয়সী প্রশংসা করে বলেন সুশিক্ষিত হতে পারলে সমাজের গণ্যমান্য ব্যাক্তির কাতারে নিজেকে ও সমবেত করা যায়, যেমনঃ-জজ ব্যারিস্টার,ইন্জিনিয়ার ও কোনো না কোনো প্রতিষ্ঠানে সু-শিক্ষা অর্জন করে সমাজের উঁচু স্থানে আরোহন করেছেন। মাওলানা আনিসুর রহমান তাঁর বক্তব্যে বলেন আমিও গ্রামের বিদ্যাপিট থেকে পড়ালেখা করে কুষ্টিয়া ইউনিভার্সিটি থেকে স্নাতক সম্মাননা ডিগ্রী অর্জন করতে সক্ষম হয়েছি। আমি যদি অজপাড়া গ্রামের ছেলে হয়ে সু-শিক্ষা অর্জন করে বিরল সম্মানের অধিকারী হতে পারি তোমারা কেন পারবে না! পারতে তোমাদের হ-বেই। আমি চাই তোমরা প্রত্যেকেই নিজের মেধার বিকাশ ঘটিয়ে সফলতার দ্বারপ্রান্তে পৌঁছ। যাতে অন্ধকারের আভা এই সমাজ থেকে দুরীতভুত হয়, আর সমাজ হয়ে উঠে আলোকিত। সুশিক্ষা অর্জনের তোমাদের দৈনন্দিন জীবনকে সফলতার দ্বারপ্রান্তে পৌঁছে নিতে ৪টি অভ্যাস গড়ে তুলতে হবে তাহলো ১.দৈনিক জ্ঞান অন্বেষণ করা, ২.শিক্ষা অর্জনের পাশাপাশি জ্ঞান বিতরণ করা, ৩.প্রযুক্তিগত দক্ষতা অর্জন করা, ৪.শিক্ষকের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শন করা।
কোচিং সেন্টারে যে সমস্ত ছাত্র/ছাত্রী পড়ালেখা করছো এখানে আসার এই উদ্দেশ্য নয় যে তোমরা কোচিং সেন্টারের স্যাররা তোমাদের পরীক্ষার রিজাল্ট ভালো করে দিবেন। তাদের কাজ তোমাদর সঠিক ইন্সট্রাকশন দেওয়া, ভালো ফলাফল অর্জন করতে হলে তোমাদের প্রচুর পরিমাণে পড়াশোনা করতে হবে। যদি এই মানসিকতা নিয়ে পরিশ্রম অব্যাহত রাখো তাহলে সফলতা আসবেই আসবে।
.
পরিশেষে প্রতিষ্ঠানের পরিচালক ও আজকের প্রোগ্রামের সভাপতি মোজাক্কির আহমেদ নাজু তাঁর দিকনির্দেশনা মূলক বক্তব্যে প্রতিষ্ঠানের সফলতা ও পরিকল্পনা প্রকাশের এক পর্যায়ে জানান অবহেলিত মেধাবী শিক্ষার্থীদের মেধাবিকাশ সৃষ্টির লক্ষ্যে মানবসেবায় অগ্রণী ভূমিকা পালন করছে কনফিডেন্স কোচিং সেন্টার। কনফিডেন্স কোচিং সেন্টারে লক্ষ্য বানিজ্যিক নয় এর স্হীর লক্ষ্য হলো সমাজের রন্ধ্রে রন্ধ্রে সুশিক্ষার আলো ছড়িয়ে দেয়া। যার দ্বারা সমাজ আলোকিত হবে, রাষ্ট্র আলোকিত হবে। কনফিডেন্স কোচিং সেন্টার চায় ছাত্র/ছাত্রীর উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে। যাতে কেউ অল্প পড়ালেখা করে দুমড়ে মুচড়ে না যায়। সবাই যাতে সুশিক্ষিত হয়ে গড়ে উঠে। এবং নিজেকে কর্মজীবি হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে।
.
অতঃপর গুনিজনদের মধ্যে প্রোগ্রামের প্রধান অতিথি মাওলানা আনিসুর রহমানকে সম্মাননা স্মারক প্রদানের মাধ্যমে
উক্ত অনুষ্ঠানের সমাপ্তি হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories