নিজস্ব প্রতিবেদকঃ
আর্তমানবতার সেবায় নিবেদিত সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের ‘সোনাপুর চ্যারিটি গ্রুপ’ ‘ক্যান্সার সাপোর্ট টিম’ ‘এডুকেশন সাপোর্ট টিমের সদস্যদের মিলনমেলায় ও আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ জুলাই) বাদ আসর ইউনিয়নের গোলচন্দ বাজার অফিসে ‘সোনাপুর চ্যারিটি গ্রুপ’র এডমিন যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব আজিজুর রহমান এর উদ্যোগে ইউনিয়নের প্রতি ওয়ার্ডের চ্যারিটি সদস্যদের নিয়ে ওই মিলনমেলা আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চ্যারিটি গ্রুপের এডমিন যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব আজিজুর রহমান এর ভাই এর সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন চ্যারিটি সদস্য হাফিজ সাজ্জাদ আহমদ।
চ্যারিটি সদস্য আখলাক হোসেন এর পরিচালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন ইউপি সদস্য মোহাম্মদ শাহনুর হোসেন, সৎপুর দারুল হাদিস কামিল মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা মো. জামাল উদ্দিন, বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য ফারুক আহমদ, সংবাদকর্মী মোস্তাক আহমদ, সাংবাদিক আক্তার হোসেন।
স্বাগত বক্তব্য রাখেন চ্যারিটি সদস্য লাহিন নাহিয়ান,
বক্তব্য রাখেন চ্যারিটি সদস্য তারেকুল ইসলাম, আনোয়ার হোসেন, সহির আহমদ।
এসময় উপস্থিত ছিলেন চ্যারিটি সদস্য মো. শাহাব উদ্দিন মিজান, ফয়ছল আহমদ, আব্দুল মুমিন, জাহেদ আহমদ, আলিমুর রহমান, মো. আব্দুল্লাহ আল মামুন, জাকির হোসেন, রিপন আহমদ, মিজানুর রহমান, ফাহিম আহমদ, ইমরান হোসেন, বদরুল হক, মতিউর রহমান, বাবুল আহমদ, শামসুর রহমান, রুবেল আহমদ, উকিল আলী, নাজমুল হক, মো. জসিম উদ্দিন, মিজানুর রহমান, সংগঠক দীপ্ত তালুকদার, দিলোয়ার হোসেন, হেলালুর রহমান প্রমুখ।