নিজস্ব প্রতিবেদকঃ
“শিক্ষার্থীদের জন্য উন্নত পরিবহন ব্যবস্থা নিশ্চিত করছে লিডিং ইউনিভার্সিটি— দানবীর ড. সৈয়দ রাগীব আলী
“লিডিং ইউনিভার্সিটির পরিবহন ব্যবস্থা আরো একধাপে উন্নীত হলো— উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন
লিডিং ইউনিভার্সিটির পরিবহন সেক্টরের ড্রাইভারদের জন্য বিশ্ববিদ্যালয়ের বাস পার্কিংয়ের পাশে নবনির্মিত ড্রাইভার শেড উদ্বোধন করা হয়েছে। রোববার (২৬ অক্টোবর ২০২৫) বেলা ১২টায় ড্রাইভার শেড উদ্বোধন করেন লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান উপমহাদেশের প্রখ্যাত দানবীর ড. সৈয়দ রাগীব আলী। এসময় লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা এবং পরিবহন সেক্টরের কর্মকর্তা ও ড্রাহভারগণ উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীদের জন্য উন্নত পরিবহন ব্যবস্থা নিশ্চিত করতে হবে উল্লেখ করে ড্রাইভার শেড উদ্বোধন করে দানবীর ড. সৈয়দ রাগীব আলী বলেন, এ বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে যেমন সবার ভূমিকা রয়েছে তেমনি উন্নত পরিবহন ব্যবস্থা বিশ্ববিদ্যালয়ের অগ্রগতিতে সহায়ক হবে। তাই ড্রাইভারদের জন্য তাদের বসার জায়গা এবং অন্যান্য সুযোগ সুবিধার ব্যবস্থা করছে এ বিশ্ববিদ্যালয়। তিনি ড্রাইভারদেরকে আন্তরিকতার সাথে নিজেরদের দায়িত্ব পালন করতে বলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন বলেন, ড্রাইভার শেড উদ্বোধনের মধ্য দিয়ে
লিডিং ইউনিভার্সিটির পরিবহন ব্যবস্থা আরো একধাপে উন্নীত হলো। তিনি আরো বলেন, ক্রমান্বয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের জন্য বাস পার্কিং শেড এবং অন্যান্য সুযোগ সুবিধার বৃদ্ধি করা হবে। রাগীব নগরসহ দেশের অন্যান্য প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার আলো ছড়িয়ে দিতে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলার জন্য দানবীর ড. সৈয়দ রাগীব আলীকে ধন্যবাদ জানিয়ে তিনি লিডিং ইউনিভার্সিটির সুনাম অক্ষুন্ন রাখতে বিশ্ববিদ্যালয়ের ড্রাইভারদেরকে শিক্ষার্থীদের সাথে সুন্দর ব্যবহার করার জন্য পরামর্শ প্রদান করেন।
অনুষ্ঠানে লিডিং ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. বশির আহমেদ ভূঁইয়া, কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন ড. মো. রেজাউল করিম, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম, পরিচালক অর্থ ও হিসাব মোহাম্মদ কবির আহমেদ, প্রক্টর মো. মাহবুবুর রহমান, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান এবং বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান কাজী মো. জাহিদ হাসান। উদ্বোধন পরবর্তী দোয়া অনুষ্ঠিত হয়েছে।